আসসালামু আলাইকুম।
আমি একজন ইউজার ইন্টারফেস ডিজাইনার। আমাদের অফিসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাজ নেয়া হয় এবং সেটি করে দেয়ার মাধ্যমে ফি নেয়া হয়। সাধারণত আমরা মোবাইল এপ্লিকেশন ও ওয়েবসাইট ডিজাইন করে থাকি।
.
অনেক সময় আমাদের অফিসে আর্থিক বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটের কাজ আসে। উল্লেখ্য যে আর্থিক প্রতিষ্ঠান গুলো সাধারণত ব্যাংকিং, ইন্সুরেন্স, মানি ট্রান্সফার এই জাতীয় হয়ে থাকে। যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সুদের সাথে সম্পৃক্ত। হালাল হারাম মেনে চলার কারণে আমাদের অফিসে এই ধরনের কাজগুলো নেয়া হয় না।
.
সম্প্রতি একটা বিষয় নিয়ে কনফিউশন তৈরি হয়েছে তা হল, বিশ্বের অনেক দেশে বিশেষ করে ইউরোপ আমেরিকা, তাদের দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক কিছু ইন্সুরেন্স এর ব্যবস্থা রাখে। তাদের নাগরিক হলে অবশ্যই সেই সকল ইন্সুরেন্সের অন্তর্ভুক্ত হতে হবে। যেমন, হেলথ ইন্সুরেন্স, এডুকেশনাল ইন্সুরেন্স। তাদের দেশে থাকতে গেলে এই ইন্সুরেন্স গুলো বাধ্যতামূলকভাবে করতেই হবে। এগুলোর সাথে সুদ জড়িত হওয়ার পরেও মুসলিম নাগরিকরাও বাধ্য হয়ে এগুলো করে।
.
আমাদের অফিসে এই সকল ইন্সুরেন্স এর কাজ মাঝে মাঝে আসে। যেমন এ সকল ইন্সুরেন্সের বিভিন্ন ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ্লিকেশন। যার মাধ্যমে সে সকল দেশের নাগরিক যারা এই সকল ইন্সুরেন্স করতে বাধ্য তারা তাদের পেমেন্ট করা সহ বিভিন্ন ইনফরমেশন পেয়ে থাকে। আমার প্রশ্ন হল, এই সকল ইন্সুরেন্স এর ওয়েবসাইট ডিজাইন করা যাবে কিনা.? যেহেতু এখানে সুদ সরাসরি জড়িত। আমরা এই ধরনের কাজ করতে বাধ্য নই, চাইলেই এই ধরনের কাজ রিজেক্ট করে দেয়া যায়। পূর্বেও আমরা এই ধরনের কাজ করতাম না, সাম্প্রতি কাজ কমে যাওয়ার কারণে এই বিষয়টি নিয়ে চিন্তা করা হচ্ছে।
.
আপনার ফতোয়ার উপরে আমল করা হবে ইনশাআল্লাহ।