আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
152 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (15 points)
আসসালামু আলাইকুম,
যদি কোন স্বঘোষিত ত্বলিবুল ইল্ম ব্যাক্তি কথায় কথায় মিথ্যা বলে, মানুষকে তার কথার মাধ্যমে সুযোগ পেলেই আক্রমণ করে, গোপনীয়তার খিয়ানত ঘোটায়, এবং তার বিপক্ষে কথা বললেই তাগুতের ভয় দেখায়, নিজের উস্তাদকেও এই সবের আওতার মাঝে রাখে, এমন লোকের কাছ থেকে কি কোন কাজ হাসিল করা জায়েজ হবে? অর্থাৎ তার কাছ থেকে কি ফ্রি কোন দুনিয়াবি শিক্ষা গ্রহন ঠিক হবে?

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-

দ্বীনী ইলম কোনো জালিম,প্রবৃত্তির অনুসরণকারীদের নিকট থেকে শিখা যাবে না।
ইবনে সিরিন বলেন,
إن هذا العلم دين، فانظروا عمن تأخذون دينكم.  فلا يجوز للمرء أن يقلد في دينه المبتدعة وأهل الأهواء، 
নিশ্চয় এই জ্ঞান হচ্ছে,দ্বীন।সুতরা দ্বীন সম্পর্কে জানার পূর্বে তোমরা দেখো,কার কাছ থেকে তোমরা দ্বীন শিখছো।(সহীহ মুসলিম)


হযরত আসমা বিনতে উবাইদ থেকে বর্ণিত
عن أسماء بن عبيد قال:  دخل رجلان من أصحاب الأهواء على ابن سيرين  فقالا: يا أبا بكر: نحدثك بحديث؟  قال: لا، قالا: فنقرأ عليك آية من كتاب الله؟ قال: لا، لتقومان عني أو لأقومن، قال: فخرجا، فقال بعض القوم: يا أبا بكر: وما كان عليك أن يقرآ عليك آية من كتاب الله تعالى؟! قال: إني خشيت أن يقرآ علي آية فيحرفانها فيقر ذلك في قلبك.
সারমর্মঃ-
দুইজন প্রবৃত্তির অনুসরণকারী ব্যক্তি ইবনে সিরিনের নিকট এসে বলল,আমরা আপনাকে একটা আয়াত বা হাদীস শোনাবো,ইবনে সিরিন প্রতিউত্তরে বললেন,না।অতঃপর উভয় ঘর থেকে বের হয়ে গেল।(সুনানে দারেমী)


তবে দুনিয়বী ইলম শিখা যাবে।যদিও উত্তম হচ্ছে,সচ্চরিত্রবান কারো নিকট থেকে দ্বীনী জ্ঞান অর্জন করা।ইমাম আবু হানিফা সম্পর্কে বর্ণিত রয়েছে যে,উনি একজন মুছির নিকট থেকে কুকুর বালিগের আলামত জেনেছিলেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 274 views
...