জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ-
روى أبو نعيم من حديث أبي رهم السمعي أنه قال قال رسول الله صلى الله عليه وسلم : وإنَّ ممَّا يُسْتجابُ بِهِ عندَ الدعاءِ العطاسُ-شرح البخاري لابن الملقن-قال في إسناده معاوية بن يحيى الأطرابلسي ضعفوه
আবু নুআইম বর্ণনা করেন, আবি রাহাম সামঈ থেকে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে সব কারণে দুআ কবুল হয় সেগুলোর মধ্যে অন্যতম হল, দুআর সময় হাঁচি দেয়া।”
হাদিসটির মান:
আজলুনি তার বিখ্যাত জাল ও দুর্বল হাদিস সংকলন ‘কাশফুল খাফা ওয়া মুযিলুল ইলবাস’ গ্রন্থে বলেন, এটি জইফ (দুর্বল)।
সহিহ বুখারি ব্যাখ্যাকার ইবনুল মুলাক্কিন রহঃ বলেন,
في إسناده معاوية بن يحيى الأطرابلسي ضعفوه
“এর বর্ণনা সূত্রে মুয়াবিয়া বিন ইয়াহিয়া আতরাবলুসি নামক একজন বর্ণনাকারী আছে। মুহাদ্দিসগণ তাকে জইফ বলেছেন।” (শারহুল বুখারি ২৭/৬২০)
বায়হাকি রহঃ বলেন, إسناده فيه ضعف “এর সনদে দুর্বলতা আছে।” (শুআবুল ঈমান, ৭/৩০৮৮)
শায়েখ আলবানি রহঃ বলেন, এটি জইফ বা দুর্বল। (যাঈফুল জামে/১৯৮৬)।
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ اللَّهَ يُحِبُّ الْعُطَاسَ وَيَكْرَهُ التَّثَاؤُبَ فَإِذَا عَطَسَ أَحَدُكُمْ وَحَمِدَ اللَّهَ كَانَ حَقًّا عَلَى كُلِّ مُسْلِمٍ سَمِعَهُ أَنْ يَقُولَ: يَرْحَمُكَ اللَّهُ. فَأَمَّا التَّثَاؤُبُ فَإِنَّمَا هُوَ مِنَ الشَّيْطَان فَإِذا تثاءب أحدكُم فليرده مااستطاع فَإِنَّ أَحَدَكُمْ إِذَا تَثَاءَبَ ضَحِكَ مِنْهُ الشَّيْطَانُ .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ আল্লাহ তা’আলা হাঁচিকে পছন্দ করেন এবং হাই তোলাকে অপছন্দ করেন। সুতরাং তোমাদের মধ্যে যখন কোন ব্যক্তি হাঁচি দেয় এবং ’’আলহামদুলিল্লা-হ’’ বলে আল্লাহর প্রশংসা করে, তখন এমন প্রত্যেক মুসলিমের প্রতি ’’ইয়ারহামুকাল্ল-হ’’ বলা অপরিহার্য হয়ে পড়ে, যে হাঁচিদাতার ’’আলহামদুলিল্লা-হ’’ শুনতে পায়। আর হাই তোলা শয়তানের কাজ। অতএব তোমাদের কারো যখন হাই আসে, তখন যথাসম্ভব তা প্রতিরোধ করা উচিত। কারণ যখন কোন ব্যক্তি হাই তোলে, তখন শয়তান তা দেখে হাসতে থাকে।
(বুখারী ৩২৮৯, ৬২২৬; মুসলিমে নাই, আবূ দাঊদ ৫০২৮, তিরমিযী ২৭৪৭, ‘নাসায়ী’র কুবরা ১০০৪৩, মিশকাত ৪৭৩২।)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
উপরে উল্লেখিত ১ম হাদীস দ্বারা বুঝা যাচ্ছে যে দুআর সময় হাঁচি আসা দোয়া কবুলের লক্ষ্মণ।
তবে অনেক মুহাদ্দিসগণ হাদীসটিকে জয়ীফ (দুর্বল) বলেছেন।
২য় হাদীসে উল্লেখ রয়েছেঃ-
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা’আলা হাঁচিকে পছন্দ করেন।
সুতরাং উপরোক্ত দুই হাদিসের আলোকে আমরা বলতে পারি যে দুআর সময় হাঁচি আসা ইনশাআল্লাহ এটা দোয়া কবুলের লক্ষ্মণ।
তবে এটি নিয়ে বাড়াবাড়ি করা যাবেনা।
সুনিশ্চিতও বলা যাবেনা।
সম্ভাবনার স্থান থেকে বলতে হবে।