আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
স্বামী-স্ত্রী উভয়েই মানসিকভাবে বিচ্ছেদ প্রত্যাশা করে। কিন্তু উভয়ে চায় বিপরীত পক্ষের দ্বারা বিচ্ছেদ হোক। কেউ নিজের ঘাড়ে দায় নিতে রাজি না।
স্বামী তার স্ত্রীকে বলেছে __
১. " তোমার যদি আমার সাথে ক্যালকুলেশনে না মিলে, এনি টাইম বলতে পারো, আমি তোমাকে এক মুহুর্তের জন্যও ধরে রাখব না "
২." আমার মনে হয় তোমার সময় এসেছে আমাকে ছেড়ে দেয়ার "
৩." তুমি চাইলে যেকোনো সময় আলাদা হয়ে যেতে পারো। আমি তোমাকে তোমার প্র্যাপ্য বুঝিয়ে দিব। "
৪." তুমি বা তোমার ফ্যমিলির কেউ যদি আমার ফ্যমিলিকে বিয়ের কথা জানাও তাহলে তোমার উপর তালাক পতিত হবে। "
উপরোক্ত কথাগুলো দ্বারা কি তালাক পতিত হয়েছে?