আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ উস্তাদ।
আমার বিবাহের জন্য আমার পরিবার একটা ছেলে দেখতেছে।ছেলে মোটামুটি দিনদ্বার আছে,,পর্দার ব্যাপারে সতর্ক।আমার পরিবারেরও মোটামুটি সবকিছু পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ।কিন্তু ছেলের পড়াশোনা একেবারেই কম,এস এস সিরও কম।আর আমি অনার্স ২য় বর্ষে পড়তেছি।
বিয়েতে কুফু মিলানো জুরুরি, এক্ষেত্রে আমি মোটামুটি শিক্ষিত আর ছেলের তেমন পড়াশোনা নেয়।আমি বুঝতেছিনা আমার বিয়েতে রাজি হওয়া উচিত কি না?,ফিউচারে এজন্য কোনো সমস্যা হবে কিনা আর দুইজনের মেন্টালিটি মিলবে কিনা,,
পরিবারে বিয়ে নিয়ে কিছুটা প্রেশার দিচ্ছে এখন আমার কি করা উচিত?আপনার পরামর্শের অপেক্ষায় থাকলাম। জাযাকাল্লাহু খইরন।