আসসালামু আলাইকুম, শায়েখ। আমি একজন মেয়ে। আমরা ২ বোন, কোনো ভাই নেই।
আমি আজ স্বপ্নে দেখেছি যে, আমার বিয়ে কথা চলছে। আবার এর মধ্যে আমার বড় ২ ভাইয়ের বিয়েতে আব্বুর কিছু কথার জন্য আমি প্রচুর কান্না করছি, তবে চিৎকার করে না। আমি আব্বুর কিছু কথার প্রতিবাদও করি কান্না করতে করতে। কিন্তু শেষ মুহূর্তে এসে ফুঁপিয়ে কান্না করে ফেলেছি। আমার আশেপাশে আমার বন্ধুবান্ধব, পরিবারের সবাই থাকার পরও কেউ আমাকে খেয়াল করেনি।সবাই নিজ নিজ কাজে, আনন্দ করতে ব্যস্ত। কিন্তু শেষ মুহূর্তে সবাই খেয়াল করেছে যে আমি কান্না করছি। আর আমার আম্মু শুরু থেকেই আমার পাশে ছিলো। কান্নারত অবস্থায়ই আমার ঘুম ভেঙ্গে যায়।
আমি সহজে কান্না করতে পারি না। কিন্তু ঘুমের মধ্যে কান্না করা দেখে আমি খুবই পেরেশান আছি। অনুগ্রহ করে যদি এটার ব্যাখ্যা দিতেন তাহলে খুব খুশি হতাম।