আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমার নিজের হজের ফরয তাওয়াফ ও সায়ী আগেই সম্পন্ন করেছি। আজ ১২ই জিলহজ্জ একজন বয়স্ক হাজী তার গ্রুপ হারিয়ে ফেলায় এবং তার তাওয়াফ সায়ী বাকি ছিল। তার শারীরিক অবস্থা বিবেচনায় আমি তাকে এভাবে নিয়ত করিয়েছি 'বলুন, আমি হজ্জের ফরয তাওয়াফের নিয়ত করছি,... বিসমিল্লাহি আল্লাহু আকবার' এভাবে তাকে ধরে নিয়ে তাওয়াফ করেছি। তবে আমার মনে ফরয তাওয়াফের নিয়ত ছিল না। তবুও তাওয়াফের দুই রাকাত নামায পড়েছি। একইভাবে নিয়ত করিয়ে উনাকে সায়ী করিয়েছি। আমার প্রশ্ন হল, এতে আমার হজ্জের কোন ক্ষতি হবে কিনা? বা আমাকে দম দিতে হবে কি না?