আসসালামু আলাইকুম,,,একজন বোন দ্বীনে ফেরার পূর্বে একটা হারাম রিলেশন এ ছিল,,,কিন্তু তাদের মধ্যে কখনো খারাপ কিছু হয়নি(শারীরিক সম্পর্ক),,,, ৩.৫ বছর আগে সে দ্বীনের বুঝ পেয়ে এই সম্পর্ক থেকে বের হয়ে আসে, সেই ছেলের সাথে আর কোনো যোগাযোগ নেই,,,সে আল্লাহর কাছে তওবা করেছে,আর কখনো এই সম্পর্কে ফিরে যায়নি। বোনটি পর্দা করে, দ্বীনের পথে চলে।।।তাদের এই রিলেশন সম্পর্কে অনেকে জানতো,বিশেষ করে কলেজের বন্ধু,বান্ধবীরা। তার মা ছাড়া পরিবারের আর কেউ এই ব্যাপারে জানে না।বোনটি এখন পড়াশোনার সুবাদে বাসা থেকে কিছুটা দূরে থাকে,সেখানকার কেউ বিষয়টা জানে না।
প্রশ্ন : পাত্র যদি বায়োডাটায় লিখে দেন যে মেয়ের পূর্ববর্তী হারাম রিলেশন থাকা যাবে না,,,কিন্তু তাদের দুজনের বায়োডাটাই দুজনের পছন্দ হইছে। এখানে পাত্রের জেলা আর পাত্রীর জেলা আলাদা,বেশ খানিকটা দূরে।পাত্রের সাথে আলাদা কিছু কথা হইছে তখন সে সরাসরি এই বিষয়ে কিছুই জিজ্ঞেস করেনি।।।পাত্রকে জানিয়ে দিলে সে হয়তো আর সামনে আগাবে না। তাহলে কি তাকে না জানিয়ে এই বিয়েতে আগানো যাবে???....যেহেতু আল্লাহ পাপ গোপন রাখতে বলছেন,,,তাই এক্ষেত্রে পাত্রকে অবগত না করেই কি তাকে বিয়ে করা যাবে???...বিয়ের আগে না জানলেও বিয়ে পরবর্তীতে জেনে যাওয়ার সম্ভাবনা কিছুটা থেকেই যায়,যেহেতু অনলাইনের যুগ। বিয়ের পর কোনো ভাবে যদি জেনে যায় সেক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে??? বোনটির এখন করনীয় কি??? বিয়ের আগেই কি তাকে সব জানিয়ে দিবে, নাকি গোপন রাখবে,,,কোনটি উত্তম হবে???
((একটু জরুরী ভিত্তিতে উত্তরটি প্রয়োজন))