আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,,
১/ হায়েজরত অবস্থায় কি সুরা ফাতিহা তিলাওয়াত করা যাবে??
২/ হায়েজ অবস্থায় কি নিম্নোক্ত দোয়াটি বলা যাবে?? এই দুআ টি হাদিসেও এসেছে এবং সুরা তাওবার শেষ আয়াতে আছে এই কারনে পড়া যাবে কিনা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছি।⤵️⤵️
হিসনুল মুসলিম
দোআ: [২৭.১০] দুনিয়া ও আখেরাতের সকল চিন্তাভাবনার জন্য আল্লাহ্ই যথেষ্ট হবেন
সাত বার বলবে,
حَسْبِيَ اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ
আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই। আমি তাঁর উপরই ভরসা করি। আর তিনি মহান আরশের রব্ব।
হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা হুয়া, ‘আলাইহি তাওয়াক্কালতু, ওয়াহুয়া রব্বুল ‘আরশিল ‘আযীম
যে ব্যক্তি দো‘আটি সকালবেলা সাতবার এবং বিকালবেলা সাতবার বলবে তার দুনিয়া ও আখেরাতের সকল চিন্তাভাবনার জন্য আল্লাহ্ই যথেষ্ট হবেন।
ইবনুস সুন্নী, নং ৭১, মারফূ‘ সনদে; আবূ দাউদ ৪/৩২১; মাওকূফ সনদে, নং ৫০৮১ আর শাইখ শু‘আইব ও আব্দুল কাদের আরনাঊত এর সনদকে সহীহ বলেছেন। দেখুন, যাদুল মা‘আদ ২/৩৭৬।
দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ
https://gtaf.org/apps/hisnulbn
#GreentechApps