আমি আমার মামা নানু একসাথে থাকি নানাবাড়ীতে আলহামদুলিল্লাহ,আমার খাওয়ার খরচ আম্মুর সম্পদ থেকে আসে,মাঝে মাঝে মামা খাওয়ার জিনিস বা বাজার করে নিয়ে আসে,আমার নানু সেগুলো আমাকে খেতে দেয় অনুমতি না নিয়ে,আমার মামা এমনে ভালো মানুষ আলহামদুলিল্লাহ,আমাকে খাবার এনে খেতে দেয়,একবার আম এনে ফ্রিজে রেখেছে কিন্তু মামা আমাকে খেতে বলে নি,তাই আমি খাই নি, পরে মামা জানতে পেরে বলছিল "কেন আম কি খারাপ?নাকি অবৈধ" এমন কিছু,এমন প্রায় ই মামা খাবার জিনিস নিয়ে আসে আলহামদুলিল্লাহ,কিন্তু আমাকে খেতে না বললে আমার খেতে বাঁধে,মামা ইলিশ মাছ এনেছে,নানু ও এনেছে,মামা তো আমাকে আলাদা করে খেতে বলে নি,এখন কোন মাছ রান্না করেছে জানিনা,এটা কি খাওয়া যাবে?বা এই ধরনের খাবার কি খাওয়া যাবে?