ইসলামিক বইয়ের মিস্ট্রি বক্সে৩ টি ইসলামিক বই
থাকবে বলা আছে, সাথে কিছু হাদিয়ে থাকবে। কিন্তু কি কি বই থাকবে তা উল্লেখ নেই।
১)এ ধরনের বইয়ের মিস্ট্রি বক্স কেনা কি জায়েজ?
২) কোনো টিচার প্রতিদিন এক ঘন্টা পড়ানোর
বিনিময়ে মাসিক বেতন নিয়ে থাকে। এক্ষেত্রে যদি টিচার স্টুডেন্টের পড়া দ্রুত হওয়া সাপেক্ষে ১ ঘন্টার
আগেই ছুটি দিয়ে দেয়, এক্ষেত্রে কি তার ফুল বেতন
নেওয়া হালাল হবে?
৩) কোনো টিচার যদি ১ ঘন্টা পড়ানোর সময়ে যদি স্টুডেন্টদের পড়তে দিয়ে অন্য কাজ করে, তবে তাদের পড়ার দিকে খেয়াল রাখে , বা সে নিজেও পড়ে তাদের পড়ার দিকে খেয়াল রেখেই। যেমন- স্টুডেন্টকে পড়তে দিয়ে বা লিখতে দিয়ে তখন কোনো কাজ করে। এক্ষেত্রে তার ফুল বেতন নেওয়া হালাল হবে কিনা? আর টিচার যদি, স্টুডেন্ট পড়ানোর সময়, অন্য কাজ করে স্টুডেন্টদের পড়ার দিকে খেয়াল না করে, এক্ষেত্রে কি তার ফুল বেতন নেওয়া হালাল হচ্ছে?
৪) আর টিচার যদি ঠিকমতো না পড়িয়ে, স্টুডেন্টদের লেখাপড়ার দিকে খেয়াল না রাখে, এমন ভাবে যে, যা পড়ে পড়ুক, যা পারে না স্টুডেন্ট তা শেখানোর চেষ্টা না
করে। এক্ষেত্রে কি টিচারের বেতন হালাল হচ্ছে?