আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
80 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (6 points)
ইসলামিক বইয়ের মিস্ট্রি বক্সে৩ টি ইসলামিক বই
থাকবে বলা আছে,  সাথে কিছু হাদিয়ে থাকবে। কিন্তু কি কি বই থাকবে তা উল্লেখ নেই।
১)এ ধরনের বইয়ের মিস্ট্রি বক্স কেনা কি জায়েজ?
২) কোনো টিচার প্রতিদিন এক ঘন্টা পড়ানোর
বিনিময়ে মাসিক বেতন নিয়ে থাকে।  এক্ষেত্রে যদি টিচার স্টুডেন্টের পড়া দ্রুত হওয়া সাপেক্ষে ১ ঘন্টার
আগেই ছুটি দিয়ে দেয়,  এক্ষেত্রে কি তার ফুল বেতন
নেওয়া হালাল হবে?
৩) কোনো টিচার যদি ১ ঘন্টা পড়ানোর সময়ে যদি স্টুডেন্টদের পড়তে দিয়ে অন্য কাজ করে, তবে তাদের পড়ার দিকে খেয়াল রাখে , বা সে নিজেও পড়ে তাদের পড়ার দিকে খেয়াল রেখেই। যেমন- স্টুডেন্টকে পড়তে দিয়ে বা লিখতে দিয়ে তখন কোনো কাজ করে। এক্ষেত্রে তার ফুল বেতন নেওয়া হালাল হবে কিনা? আর টিচার যদি, স্টুডেন্ট পড়ানোর সময়, অন্য কাজ করে স্টুডেন্টদের পড়ার দিকে খেয়াল না করে, এক্ষেত্রে কি তার ফুল বেতন নেওয়া হালাল হচ্ছে?
৪) আর টিচার যদি ঠিকমতো না পড়িয়ে,   স্টুডেন্টদের লেখাপড়ার দিকে খেয়াল না রাখে,  এমন ভাবে যে,  যা পড়ে পড়ুক, যা পারে না স্টুডেন্ট তা শেখানোর চেষ্টা না
করে।  এক্ষেত্রে কি টিচারের বেতন হালাল  হচ্ছে?

1 Answer

0 votes
by (574,260 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

(০১)

মিস্ট্রি বক্স কেনা দুই কারণে নিষিদ্ধ। কারণ

 

১. শরিয়তের নিষিদ্ধ  جهالة  ( অজ্ঞতা )- এর উপস্থিতি৷ 

২. শরীয়তের নিষিদ্ধ غرر (ধোকা)- এর উপস্থিতি৷


হাদীস শরীফে এসেছেঃ- 

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، وَيَحْيَى بْنُ سَعِيدٍ، وَأَبُو أُسَامَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ، ح وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنِي أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ بَيْعِ الْحَصَاةِ وَعَنْ بَيْعِ الْغَرَرِ .

আবূ বাকর ইবনু আবূ শাইবাহ ও যুহায়র ইবনু হারব (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ পাথরের টুকরা নিক্ষেপের মাধ্যমে ক্রয়-বিক্রয় ও ধোকাপূর্ণ ক্রয়-বিক্রয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন। (মুসলিম ৩৭০০.ইসলামিক ফাউন্ডেশন ৩৬৬৬, ইসলামিক সেন্টার ৩৬৬৬)

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، وَعُثْمَانُ، ابْنَا أَبِي شَيْبَةَ، قَالَا: حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ الْغَرَرِ 

আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোঁকাবাজীর মাধ্যমে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন।
(আবু দাউদ ৩৩৭৬)

বিস্তারিত জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
এ ধরনের বইয়ের মিস্ট্রি বক্স কেনা জায়েজ হবেনা।

(০২)
এক্ষেত্রে বিষয়টি নির্ভর করে স্টুডেন্ট এর অভিভাবক এর মতের উপর।
তিনি যদি চুক্তি করেন যে এক ঘন্টাই পড়াতে হবে,এর কম সময় পড়ানো যাবেনা,সেক্ষেত্রে প্রশ্নে উল্লেখিত ছুরতে সেই সময় বাবদ বেতন নেয়া জায়েজ হবেনা।

হ্যাঁ যদি বিষয়টি স্টুডেন্ট এর অভিভাবক সন্তুষ্টি চিত্তে মেনে নিয়ে পূর্ণ বেতন দেয়,সেক্ষেত্রে পূর্ণ বেতন নেয়া শিক্ষকের জন্য জায়েজ হবে।

(০৩)
প্রশ্নের বিবরন মতে সমাজে বিষয়টির প্রচলন থাকায় পূর্ণ বেতন বেতন নেয়া জায়েজ হবে।

(০৪)
এক্ষেত্রে শিক্ষক যদি পূর্ণ টাইম পড়ায়, নিজের ব্যাক্তিগত কাজ না করে,সেক্ষেত্রে বেতন জায়েজ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...