আসসালামু আলাইকুম।
আত্মীয়রা অনেক জুলুম করে আমার প্রতি। পর্দার কারণে, দীনের পথে চলার পর থেকে তারা এমন শুরু করেছে। আমার পিছনে আমার মায়ের কাছেও খুব খুব বদনাম করে আমার নামে। নানান খারাপ কথা বলে। এমনকি আমার বিয়ে হচ্ছে না এজন্য আমাকে কথা শুনায়।
আমাকে দয়া করে জানাবেন যদি আমি তাদেরকে মাফ করে দেই আর তাদের সাথে কথা না বলি।
১. এতে কি আমার গুনাহ হবে? (তাদের সাথে কথা বললেই আমার কান্না করতে করতে অবস্থা খারাপ হয়। নানান খারাপ চিন্তা মাথায় আসে। আমি তাদের মুখাপেক্ষী হতে চাই না কোনোভাবে, এগুলো আমাকে দুর্বল করে দিচ্ছে।)
আমার মা বাবা আমার দ্বীনি ইলম অর্জন এর পথে এক টা টাকাও দেন না। আমি আমার প্রয়োজনিয় সব গুটিয়ে সেগুলোর বদলে টাকা দেওয়ার কথা বলি, অল্প হলেও। ইসলামীক বই কিনব ভেবে একটাকাও আমাকে দেন নী। উল্টো কয়েকটা ড্রেস এনে দিয়েছেন। ইচ্ছামত অপমান করেছেন। নিজের নানান উপহার এর টাকা দিয়ে জমিয়ে আমি বই কিনি, জরুরি কোর্স (কুরআন শেখার) করছি। আমার সামনে কোর্সের পরীক্ষা ও আছে। এক্সাম ফি দিতে হবে। বিভিন্ন কোর্সে poor fund কি আমার জন্য জায়েজ হবে?