আসসালামু আলাইকুম। কোনো মেয়ে যদি দ্বীনে ফেরার আগে হারাম রিলেশন করে,প্রায় দু'বছর ধরে ( কিন্তু তারা কখনোই ফিজিক্যালি ইন্টিমেট হয়নি) কিন্তু দ্বীনের বুঝ পাওয়ার পরেই আল্লাহর জন্য রিলেশন ছেড়ে দেয়(৩.৫ বছর আগে) ,তার সাথে সব যোগাযোগ ছিন্ন করে,আন্তরিক তওবা করেছে(তওবায়ে নাসুহা),এখন নন-মাহরাম মেইনটেইন করে, পরিপূর্ণ পর্দা করে,দ্বীনের পথে চলার চেষ্টা করে,একজন দ্বীনদার স্বামীর প্রত্যাশা করে।।। আর সেই ছেলেও বলে দিয়েছে, মেয়ে চাইলে অন্য কোথাও বিয়ে করে নিতে পারে,তার কোনো আপত্তি নেই।।। আর এই রিলেশনের কথা খুব কম মানুষই জানতো,তাই পরবর্তীতে প্রকাশ হওয়ার সম্ভাবনা খুবই কম।।।
প্রশ্ন হলো পাত্র যদি বায়ো তে লিখে দেন যে, মেয়ের পূর্ববর্তী হারাম রিলেশন থাকা যাবে না। সেক্ষেত্রে যেহেতু ওই মেয়ে ৩.৫ বছর আগে রিলেশন ছেড়েছে,তওবায়ে নাসুহা করেছে,তার সাথে আর কোনো যোগাযোগই নেই,,, তাহলে কি এখন সে পাত্রের কাছ থেকে হারাম রিলেশনের বিষয়টা লুকাতে পারবে বা মিথ্যা বলতে পারবে???...নাকি যেহেতু সে বায়োতে লিখে দিয়েছে, তাহলে কি তাকে ঠকানো হবে??? একটা মেয়ের হারাম রিলেশন ছিল,সেটা যদি গভীর নাও হয়, এটা শুনলে কোনো দ্বীনদার ছেলেই আর বিয়ের জন্য আগাবে না।
ছেলের সব কিছুই মেয়ের অনেক পছন্দ হয়েছে,যেমন আশা করেন তেমন,কিন্তু ছেলের প্রত্যাশার এই একটা জায়গায় গিয়ে সব আশা শেষ হয়ে গেছে।।। এখন তার কি করা উচিত
দয়া করে উত্তর দিবেন।।।