ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) মুসাফির ব্যক্তি যেহেতু ৪ রাকাতের পরিবর্তে ২ রাকাত নামাজ পড়ে, তাহলে মুসাফির ব্যক্তি যদি ইমামতি করে, তার পিছে যদি অন্য মুসাফির থাকে এবং সেখানে যদি মুসাফির নয় এমন ব্যক্তিও থাকে, তাহলে মুসাফির নয় এমন ব্যক্তি পরবর্তীতে একাকি অবশিষ্ট দুই রাকাত নামায সম্পন্ন করে নিবে।
(২) মুসাফির ব্যক্তি কোথাও গেলে সেখানের মসজিদে তো ৪ রাকাত নামাজ পড়ানো হয়। এমন অবস্থায় মুসাফির ব্যক্তি মুকিম ইমামের পিছে ৪ রাকাত নামাজ ই পড়বে।
(৩) কুরবানীর তিনদিন আগে অথবা তিনদিন পরে কাটা নিষেধ। এটি সত্য নয়।
(৪) কারোর যদি বেতনের টাকা ও ব্যাংক থেকে নেওয়া সুদের টাকা থাকে, তাহলে এমন ব্যক্তির সাথে কোরবানি দেওয়া জায়েয হবে না।