আমার এক বন্ধুর ৫বছর আগে বিয়ে হয়েছে। একটু আকটু ঝগড়া লেগেই থাকতো। ঝগড়া হলেই বন্ধু তালাকের বিষয় টেনে আনতো, ভয় দেখাতো কিন্তু উদ্দেশ্য করে বা মুখে উচ্চারণ করতো না, কখনও নিয়তও করেনি।
১.প্রথমেই বলি সে একজন ওয়াসওয়াসা রোগী।
২. কিছুদিন আগে তার স্ত্রী বাবার বাড়ি থেকে না আসতে চাওয়ায় সে বলে (তখন রাত ১০:৩০) "আজ ১২টার মধ্যে কাকার বাসায় না আসলে ১তালাক" বন্ধু স্ত্রীকে ১২টার আগেই তার কাকার বাসায় আনতে গেলে শশুর বাড়ির লোকজন বন্ধুর গায়ে হাত তোলে। তবুও সে তার স্ত্রীকে নিয়ে রাত ১২টার আগে তার কাকার বাসায় পৌছায়।
৩. ওয়াসওয়াসার রোগ থাকায় বন্ধু মানসিক ভাবে ভেঙে পড়ে এবং ২দিন পর আবারো সে আত্মহত্যা করবে বলে ও অনিচ্ছায় এ কথা বলে যে "অনুমতি ছাড়া তোমার পরিবারের সঙ্গে কথা বললে ১তালাক" (কষ্টে চলে আসে) একথা সে খুব আটকে রাখতে চেয়েও পারেনি, পরে সে অনুমতি দিয়ে দেয়।
৪.এখন শায়েখ প্রশ্ন হচ্ছে ওয়াসওয়াসা রোগীর তালাক হয় না, তার স্ত্রীকে তালাক বলার বা দেওয়ার ইচ্ছে কখনোই ছিলো না। আমার বন্ধু কি তার সম্পর্ক স্ত্রীর সাথে রাখতে পারবে?
আপনাদের ওয়াসওয়াসা কোর্সটি করার জন্য চেষ্টা চলছে। "শায়েখ উত্তরটি জানা খুব প্রয়োজন।"