আসসালামু আলাইকুম
১।। আমার স্বামীর সাথে তার মা নিয়ে ঝামেলা হয়েছে।। তাই
আমার স্বামী বলে-- যে আমার মার সাথে মিলে চলতে পারলে চলবে,,আর না পারলে চলে যাবে।।।।(((১০০ টা বিয়ে করলেও সমস্যা নেই মার জন্য।।সে এই কথাটা বলছে বলে আমার মনে হয়))) (((((কিন্তু পরের দিন সে বলে সে নাকি বলছে তার মাকে কেউ কষ্ট দিলে আমি এমন হাজারটা বউ বদলিয়ে ফেলতে পারি)))।।। আমি স্বামীকে জিজ্ঞেস করলে বলে তালাক এর নিয়তে বলিনি।। বলে তার মাকে যাতে কষ্ট না দেই সেজন্য বলছে একথা।। আর তার পর সাথে সাথে জিজ্ঞেস করছি তালাক দিবে নাকি তখন আমার স্বামী বলে তালাক কেন দিব তুমি কথায় কথায় তালাক চাও কেন বলো।।তখন আমি বললাম তাহলে চলে যাবে কেন বললে তখন আমার স্বামী বলে আলাদা থাকবে ঝুঝায়ছি,,আমার মার সাথে থাকতে হবে না।।। বলে তালাকের উদ্দেশ্য বলি নি।। সে তালাক দিতে চায় না,,এ কথা কেন বলছে বললে বলে কোন উদ্দেশ্য ছিল না তালাক এর।।।।
হুজুর শাশুড়ী সাথে মিলে চলতে না পারলে কি সমস্যা হবে তার এসব কথায়
২।।আমি আমার স্বামীকে বলেছিলান অপাত্রে ভালোবাসা দান করবো না আর।।তখন আমার স্বামী বলে পাত্র পেয়ে গেছ তাই আমি অপাত্র হয়ে গেলাম।।।বলে তালাকের নিয়তে বলে নি।।
এসব কথায় কি সমস্যা হবে।