ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পিতামাতা ও সন্তানাদি ; পরস্পর পরস্পরকে যাকাত দিতে পারবে না। অর্থাৎ সন্তান তার পিতামাতাকে যাকাত দিতে পারবে না। এবং পিতামাতাও তার সন্তানাদিকে যাকাত দিতে পারবে না।
لما في الفتاوی الھندیة:
"و لايدفع إلى أصله، وإن علا، وفرعه، وإن سفل كذا في الكافي."(کتاب الزکاۃ، جلد 1 ،ص:188، ط: دار الفکر)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
75410
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি কোনো মেয়ের বাবা ঋণগ্রস্ত থাকে। এখন এই ঋণগ্রস্ত পিতার ঋণ পরিশোধের জন্য মেয়ে তার যাকাতের টাকা দিতে পারবে না। হ্যা, মেয়ের তার স্বামীন যাকাতের টাকা তার বাবার ঋণ পরিশোধের জন্য দিতে পারবে।