বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তাওবাহ করা পর তার কৃত কর্মকান্ডকে বন্ধ করা বা উক্ত কাজ থেকে যথাসাধ্য মানুষকে বিরত রাখার যথাসাধ্য চেষ্টা করার পরও যদি মানুষ বিরত না থাকে তাহলে এমতাবস্থায় তার গোনাহ হবেনা।তবে তার উচিৎ আল্লাহ তা'আলার কাছে খালেছ নিয়তে তাওবাহ করা ও সর্বাবস্থায় ইস্তেগফার করা।এটা অধিকাংশ উলামায়ে কেরামদের মতামত।
তাদের স্বপক্ষে দলীল হল।
আল্লাহ তা'আলার বানী,
ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﻻَ ﻳَﻐْﻔِﺮُ ﺃَﻥ ﻳُﺸْﺮَﻙَ ﺑِﻪِ ﻭَﻳَﻐْﻔِﺮُ ﻣَﺎ ﺩُﻭﻥَ ﺫَﻟِﻚَ ﻟِﻤَﻦ ﻳَﺸَﺎﺀ ﻭَﻣَﻦ ﻳُﺸْﺮِﻙْ ﺑِﺎﻟﻠّﻪِ ﻓَﻘَﺪِ ﺍﻓْﺘَﺮَﻯ ﺇِﺛْﻤًﺎ ﻋَﻈِﻴﻤًﺎ
নিঃসন্দেহে আল্লাহ তা'আলা যাকে ইচ্ছা তাকে শিরিক ব্যতীত সমস্ত গোনাহ ক্ষমা করে দেন। আর যে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করল সে যেন অপবাদ আরোপ করল।(সূরা নিসা -৪৮) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1810
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
গোনাহ যদি এমন হয় যে, সেটা অন্যর নিকট গিয়ে পৌছবে। তাহলে তাওবাহ করার শর্ত হল, যাতে অন্যর নিকট না পৌছে, সেই ব্যবস্থা করা। যদি কেউ গান, ভিডিওর মাধ্যমে গোনাহ করে, এবং পরবর্তীতে হেদায়ত আসে, তাহলে উক্ত গান বা ভিডিও যাতে অন্য কারো নিকট না পৌছে, সেজন্য যাবতীয় চেষ্টাপ্রচেষ্টা করতে হবে। যদি যাবতীয় চেষ্টা প্রচেষ্টার পরও বন্ধ করা না যায়, তাহলে এজন্য ঐ ব্যক্তির কোনো গোনাহ হবে না।