বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) প্রশ্নের বিবরণ অনুযায়ী তাদের কাছে মাফ চাইতে হবে না।
(২) চুরি পরিত্যাগ করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। ঐ সব লোকদের নিকট মাফ চাইতে হবে না।
(৩) জ্বী, উনার বক্তব্য সঠিক।
(৪) কোথাও বসে আছেন,লোকজন গীবত শুরু করে নিয়েছে, উক্ত মজলিস থেকে উঠতে মন না চাইলে, এতেকরে আপনার গুনাহ হবে না। তবে যদি গীবতকে ভালবেসে মন উঠতে না চায়, তাহলে ইচ্ছাকৃত গীবত শ্রবণের গোনাহ হবে।
(৫) যার নামে গীবত করা হয়েছে সে যদি শুনতে না পায়, তাহলে তার কাছে মাফ চাইতে হবে না। যে গিবত শুনছে তাকে কখনোই মাফ চাইতে হবে না।