এখানে ওসওয়াসা জনিত প্রশ্ন করা ঠিক না তারপরও কয়েকটি প্রশ্ন করার জন্য মাফ চাই আসে পাশে উলামায়ে হক দেওবন্দ আলেম মুফতি সাহেব নেই বিদআতি আলেমের এলাকা এইজন্য আপনাদের খুবই বিরক্ত করি তার জন্য দুঃখিত
১।কয়েকটি বিষয় নিয়ে ওসওয়াসা আসে সেটি হলো ইমান,শিরক,মুসলমানদের হক, অমুসলিমদের হক এইসব বিষয় নিয়ে যদি ওসওয়াসা আসে তাহলে পাত্তা দিলে কোনো কাজ হয় না এখন যাই হোক এই বিষয় নিয়ে প্রশ্ন করলে দেখি আরও বেড়ে যায় এখন যা-ই হোক যদি প্রশ্ন না করি তাহলে সমস্যা হবে কি
২।ডাক্তার দেখাইছি ডাক্তার বলছে ওসিডি চিকিৎসা চলতেছে সুস্থ না হওয়া পর্যন্ত যতই ওসওয়াসা আসুক না কেনো যদি প্রশ্ন না করি সমস্যা হবে কি
৩।সাভাবিক জীবন করতে পারতেছি না ঘুমাতে পারিনা ঠিকমত নামাজ পড়তে পারিনা, কোনো ইবাদত ঠিকমত করতে পারিনা আর উপরের ১নং প্রশ্নের বিষয় গুলো মাথায় আসলে আপনাদের প্রশ্ন করি উত্তর না পাওয়া পর্যন্ত পেরেশান হয়ে যাই
৪।এখন বেশী সমস্যা হয় অমুসলিম দের হক নষ্ট নিয়ে অমুসলিম দের হক নষ্ট কিসে হয় মূলনীতি বললে আমার জন্য ভালো হয়