আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমার বাবা আল্লাহর মেহমান। আমার আম্মাকে ভাইরা উমরাহতে পাঠাতে চাচ্ছেন। আমার আম্মা অসুস্থ, হুইল চেয়ার লাগবে। এখন আমার ভাইর অর্থায়নে আমি ও আমার আহল কি আমার আম্মাকে নিয়ে উমরাহ করতে যেতে পারব? এভাবে সফর কি আমার আম্মার জন্য সহিহ হবে? উল্লেখ্য, আমার ভাই আম্মার সাথে চাইলে উমরাহে যেতে পারবেন। উনি যেহেতু আগে গিয়েছেন আর আমাদের (আমার ও আহলের) যেহেতু নিজের সামর্থ্য নেই উমরাহতে যাওয়ার, তাই আমরা চাচ্ছিলাম শরিয়ত সম্মত হলে আম্মার সাথে আমরা উমরাহতে যাব।