আমার বিয়ে হয়েছে ২ বছর পূর্বে।আমার শশুর তার ও বেশ কিছু বছর পূর্বে বাড়ি বন্ধক রেখে ব্যাংক থেকে সুদে ঋন নিয়েছিলেন। এরপর তিনি তা শেয়ার মার্কেটে খাটান, কিন্তু তিনি সেখানে লাভ করতে পারেননি,উলটো ক্ষতি হয়।অপরদিকে ব্যাংক এ চক্রবৃদ্ধি হারে প্রতিবছর সুদ বাড়তে থাকে। বর্তমানে তাদের প্রতিমাসে ই সুদ গুনতে হয়। আমার স্বামী যে চাকরি করেন তাতে এই মুহুর্তে এত ঋন শোধ করা তার পক্ষে সম্ভব নয়।আমার শশুর এখনো সুস্থ এবং কর্মক্ষম আছেন।আমি বিয়ের পর থেকে দেখছি আমার শশুর আমার স্বামী বিভিন্ন ব্যাবসা ও চাকরির চেষ্টা করলেও কোনো কিছুতেই অগ্রসর হতে পারছেন না,সুদ দেয়ার কারনে সব টাকা চলে যাচ্ছে।
১/বিয়ের পূর্বে আমাদের কে উনারা এই ঋণ, সুদের ব্যাপারে জানান নি গোপন করেছেন, এটা কি সঠিক হয়েছিল?
২/ঋণ আমার শশুর নিয়েছেন তিনি তা সংসারেও খাটান নি,খরচ করেছিলেন শেয়ার ব্যাবসায়।এখন আমার স্বামী এবং শশুর উভয়ই সুদ দেন। এখানে আমার স্বামী কি তার বাবার সুদ দেয়ার কারণে পাপী হবেন?