আমি ২৮ বছরের মেয়ে। ২৫ বছরে হিদায়ত এসেছে আলহামদুলিল্লাহ। এরপর থেকে সিদ্ধান্ত নেই চাকরি করবো না। তাই বিসিএস এর প্রিপারেশন নেওয়া ছেড়ে দেই। আমরা ২ বোন। ভাই নেই। আমি অনেক ভালো ছাত্রী ছিলাম। পরিবারের অনেক ইচ্ছা ছিলো অনেক বড় চাকরি করে পরিবারের হাল ধরব।
আমার বাবা একজন সিজোফ্রেনিয়ার ( মানসিক রোগী ) বিয়ের আগে থেকেই। দাদীরা লুকিয়েছে এসব কথা বিয়ের সময়। এই রোগের প্রধান সাইড ইফেক্ট আমার মাকে অনেক নির্যাতন করা শারিরীক ও মানুসিক। মাকে অযাচিত সন্দেহ করে। এবং তিনি সারাজীবন ই বেকার। পৈতৃক সূত্রে কিছু জমি পেয়েছে সেটাই ইচ্ছা মত খরচ করে। কিছু কিছু আমাদের দেয়। বাকিটুকু বাহিরে খেয়ে নষ্ট করে। সাথে সে অনেকটা নাস্তিক গোছের আর একজন হিন্দু জ্যোতিষির অন্ধভক্ত।
আমার মা অনেক কষ্ট সহ্য করে অনেক নির্যাতন সহ্য করে সংসারের হাল ধরে রেখেছে। তিনি একটা ছোট সরকারি চাকরি করে আর সেটা দিয়ে সংসারের সব খরচ, বোনের খরচ সাথে আমারও কিছু চলে। আমার মা সাধারণ মুসলিম ধরনের। নামাজ পড়ে, রোজা রাখে, সমাজের মতো মুসলিম। তার কথা পর্দা করে চাকরী করা যায়।
আমার মা আমার দ্বারা খুবই কষ্ট পেয়েছে যে আমি চাকরি করব না শুনে। তার অনেক শারিরীক মানুসিক নির্যাতনের মধ্যে একটা আশা ছিলো আমি চাকরি করে সংসারের দু:খ কাটবো, একটা স্ট্যাটাস হবে, একটা সুরাহা হবে। তিনি আমাকে বলেন ' তোর চাকরি করা জায়েজ না হলে, আমার কি দায় যে আমি চাকরি করব, আমিও ছেড়ে দেয়, দেখি তোদের কি হাল হয়' এর জবাবে আমি কিছুই বলতে পারিনা। আমি তাজবীদে ভালো করে শিখতেছি যাতে তাজবীদের টিউশনি করাতে পারি... কিন্তু তাদের মূলত আমার থেকে চাকরি দরকার যাতে মাসে অন্তত ৩০ হাজার আয় করতে পারি। পর্দার মধ্যে ব্যবসা, বা টিউশনি আমি চেষ্টা করেছি, বেশি আয় হয় না যদি আমি পরিপূর্ণ ইসলামের মতো করে চলি নানাদিক বিবেচনা করে। আমার বিয়ে সমস্যা কারণ তারা সরকারী চাকরিজীবী বা ডাক্তার ইঞ্জিনিয়ার পাত্র চায়। আমি আবার দ্বীনদার ছাড়া বিয়ে করব না। বয়সও হয়ে গেছে এজন্য ডাক্তার -ইঞ্জিনিয়ারদের মধ্যে দ্বীনদার কম বয়সী পাত্রী খুঁজে। আমার আত্মীয় -স্বজন সবাই বড় বড় জায়গায় এবং ঠিক ইসলামিক না। সবাই আমাকে অবাধ্য সন্তান হিসেবে দেখতেছে কারণ সবার মতে চাকরি করে আমার পরিবারের হাল ধরা উচিত যা আমি করতে চাচ্ছি না। আবার মায়ের জন্যও কষ্ট হয় যে তার তো ঠিকই চাকরি করতে হচ্ছে, তারও বয়স হয়েছে!
এমতাবস্থায় আমার সরকারী চাকরি করা বা চাকরির প্রিপারেশন নেওয়া কি উচিত হবে বা আমার মাকে আমি কি বলতে পারি? খুব কষ্ট অনুভূত হয় উস্তাদ! কি করব বুঝতে পারতেছি না। আমাকে একটু পরামর্শ, দিক নির্দেশনা দিয়ে উপকৃত করবেন।