আসসালামু আলাইকুম,মুহতারাম।
মুহতারাম,বিআরডিবিতে কেউ সৎভাবে চাকরি করলেও তার ইনকাম কি হারাম হবে? আমি যতদূর জানি এটায় কিছু সুদি কাজ আছে,দরিদ্রদের স্বল্পে সুদে ঋণ দেয়।সুদ ছাড়াও আরো অন্যান্য কাজ করে যদিও।মেহেরবানী করে তাহকীক করে এটার ফতোয়া দিলে খুব‌ই উপকৃত হ‌ই।আরেকটা বিষয়ে একটু পরামর্শ চাই।
আমার আম্মু আর হাজবেন্ড আমার এক মামার সাথে ভাগে কুরবানি দিবে,ওই মামা বিআরডিবিতে চাকরি করেন।আমি ওদের অনেকবার বুঝিয়েছি যে কোনো শরীকের টাকা হালাল না হলে কারো কুরবানি সহীহ হবে না।কিন্তু কেউই মানছে না।বরং আমাকে বুঝাচ্ছে যে পরের বছর থেকে আলাদা করার চেষ্টা করবে।বিষয়টা এমন যে সম্পর্ক আগে ভালো রাখতে হবে,আগামী বছর কুরবানি সহীহ হবেনি,এ বছর না হলেও চলবে।হাজবেন্ড তো এই কথাও বলছে যে আগামী বছর একটা আলাদা কুরবানি আরেকটা মামার সাথে ভাগে দিবে।এখন ওদের কুরবানির মাংস খাওয়া হালাল হবে আমি যতদূর জানি,তবুও এইযে ওদের সাথে আমার আদর্শিক পার্থক্য,কুরবানি সহীহ হলো কি হলো না এই ব্যাপারে তেমন মাথাই ঘামাচ্ছে না,এই কারণে আমি ওদের কুরবানির মাংস খেতে চাচ্ছি না।আমার কাছে ওদের এই বিষয়গুলা মোটেও ছোটো মনে হচ্ছে না,এতো উদাসীনতা দেখে আমার হৃদয় রীতিমতো ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে।আমার কি এই কাজ করা ঠিক হবে?নাকি হাজবেন্ড আর আম্মু খেতে আদেশ করলে সেটাই বাধ্যতামূলক হবে,না খেলে হাজবেন্ড আর মায়ের অবাধ্যতা হবে?