আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। চট্রগ্রামের International Islamic University Chittagong এর Quranic Science এ যদি একজন মেয়ে পড়তে যায়, তবে কি তা উত্তম হবে / জায়েজ হবে? উল্লেখ্য, ওখানকার পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো। ক্যাম্পাস,ক্লাস আলাদা মেয়েদের। যাতায়াতের বাস ও আলাদা। ক্যাম্পাসের ক্যান্টিনেও মহিলা বসেন। শরীয়াহ মেইনটেইন করা হয়। বাসা থেকে দূরত্ব ৭৭ কি.মি এর মধ্যে। একজন ছাত্রী হয়ে কি পড়তে যাওয়া ইসলামের দৃষ্টিতে উত্তম হবে?