আসসালামু আলাইকুম
আমার দুইটা প্রশ্ন।
☆প্রথম বিষয়
১.আমি কিছু বিষয়ে মানত করেছিলাম যে এগুলো পূর্ণ হলে কুরআন সদাকাহ করবো।এখন আমার হাতে টাকা থাকায় কিছু মানত পূর্ণ হওয়ার আগেই কুরআন সদাকাহ করে ফেলছিলাম।পরবর্তীতে মানতকৃত কাজ গুলো সম্পূর্ণ হয়েছে। এখন কি আমার মানত পূর্ণ হয়েছে নাকি অন্য আবার নতুন করে কুরআন সদাকাহ করতে হবে?
২.কয়টা কাজ পূর্ণ হওয়ার আগে কুরআন দিয়ে দিছি আমার তো মনে নাই। এক্ষেত্রে আবার নতুন করে দিতে হলে কয়টা কাজের জন্য দিব?
☆ দ্বিতীয় বিষয়
গতকাল রাতে জিলহজ্জ মাসের রোজা রাখবো এজন্য সেহরিতে উঠবো ভেবে ঘুমিয়ে ছিলাম। পরে সেহরি তে আর উঠতে পারি নাই।সেহরি শেষ সময় ছিলো ৩.৩৭ মিনিট আমি উঠেছি ৩.৩৬ মিনিটে। তখন একবার মনে হচ্ছিল না খেয়ে রোজা রাখবো আরেকবার মনে হচ্ছিল রাখবো না। এরকম করতে করতে লাস্টে ভাবছি রাখবোইই না।তারপর সকালে উঠার পর মনে হইতাসে আমার রোজার নিয়ত হয়ে গেছে সেহরির সেই ১ মিনিটে, এখন খেলে রোজা ভেঙে যাবে।বার বার এমন মনে হচ্ছিল পরে আমি আর খাই নাই।১০ টার দিকে আবার নতুন করে নিয়্যাত করছি।কিন্তু ফজরের নামাজ পড়ার সময় অজু করার ক্ষেত্রে গলায় পানি গেছে নাকি আমি সিউর না, যেহেতু গড়গড়া করে করেছি।এখন আমি পুরাই কনফিউজড পুরো বিষয় নিয়ে।
৩, আমার আজকের রোজা কি হয়েছে?
৪. এই রোজা কি কাযা করতে হবে আবার?
৫,এই রোজার কি কাফফারা আসবে? ( যেহেতু ফজরের সময় অজুতে পানি যাওয়ার সম্ভাবনা ছিলো)
৬, সেহরির সময় উঠবো ভেবে, উঠেও না নিয়্যাত করলে কি ওই রোজার কাযা/কাফফারা আদায় করতে হয়।
অনেক গুলো প্রশ্নের জন্য আফওয়ান। তবে সব গুলোর উত্তর দিবেন প্লীজ। জানা জরুরি অনেক।