আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
43 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (13 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়াবারকাতুহ, এক বোনের বিয়ে হয়েছে ৩ বছর হয়েছে। উনার বিয়ে হয়েছে প্রেম করে। আপুটা ৪ বছর রিলেশন করে বিয়ে করেন। যখন উনি রিলেশন করেন তখন জানতেন না যে তার প্রেমিক বিবাহিত ছিল। তার ৩ টা বাচ্চাও ছিল। রিলেশন অনেকটা গভীর ছিল। পরবর্তীতে সবকিছু জানতে পারলেও। মেয়েটা ছেলেটাকে ছেড়ে দিতে পারে না। ছেলেটা মেয়েটিকে বিয়ে করতে চায়নি। কিন্তু প্রেমিকার জুরাজুরিতে বাধ্য হয়ে বিয়ে করে। কিন্তু ছেলেটা বিয়ের সময় নিজের নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা সব কিছু মিথ্যা বলে। এতে মেয়েটা অনেক কষ্ট পায়। কিন্তু মেয়েটার করার কিছু ছিল না তাই তখন কিছু বলতে পারেনি।

১. এই বিয়েটা মেয়েটার অভিভাবক এর উপস্থিতিতে হয়েছে। এখন ছেলের সকল তথ্য মিথ্যা হওয়ায় কি তাদের বিয়েটা হয়েছে। বিয়েটা কি জায়েজ।
২. ছেলের পরিবারের সকলের কাছ থেকে এই সম্পর্কেটাকে গোপন রেখেছে। মেয়েটাকে ভাড়া রাখে। এবং বলেছে মেয়েটা যেন তার বাড়িতে না যায় কোন দিন তার অনুমতি ছাড়া। সে যদি মারাও যায় তারপরও যেতে পারবে না। এক্ষেত্রে মেয়েটার কি করা উচিত।
৩.মেয়েটার কোন বাড়িঘর নাই। কোন সম্পদ ও অর্থও নাই গরীব। সে কি তার স্বামীর বাড়ির সকল কিছুর হক্কদার হবে। যেখানে তার স্বামীর ১ম স্ত্রীর বসবাস। সে কি সেখান হতে কিছুই পাবে না। তার সন্তানরাও কি ওই সকল সম্পদ এর মালিক হতে পারবে না।

৪.১ম স্ত্রী জানলে কুফরি করবে। ঝামেলা করবে। এ ভয়ে মেয়েটা কখনও কিছু বলে না। সব কিছু মুখ বন্ধ করে সহ্য করে। কুফরি কালাম হতে নিজে, নিজের স্বামী সন্তানকে বাঁচাতে সে কি কি আমল করতে পারে।

1 Answer

0 votes
by (704,440 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
https://www.ifatwa.info/68501/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছে, 
ইসলামী শরীয়তে বিবাহ শুদ্ধ হবার জন্য কয়েকটি শর্ত রয়েছে। যথা-
বর ও কনেকে কিংবা তাদের প্রতিনিধিকে ইজাব তথা প্রস্তাবনা ও কবুল বলতে হয়।

উক্ত ইজাব ও কবুলটি বলতে হয় দুইজন প্রাপ্ত বয়স্ক মসলিম পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলার সামনে।

قوله صلى الله عليه وسلم : ( لا نكاح إلا بولي وشاهدي عدل ) رواه البيهقي من حديث عمران وعائشة ، وصححه الألباني في صحيح الجامع (7557) 
বিয়ের আকদের সময় সাক্ষী রাখতে হবে। রাসুলুল্লাহ  সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।” [তাবারানী কর্তৃক সংকলিত, সহীহ জামে (৭৫৫৮)]।

 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী- “তোমরা বিয়ের বিষয়টি ঘোষণা কর।”[মুসনাদে আহমাদ এবং সহীহ জামে গ্রন্থে হাদিসটিকে ‘হাসান’ বলা হয়েছে (১০৭২)]
۔
ইজাব ও কবুলটি উভয় সাক্ষ্যি স্বকর্ণে শুনতে হবে।

উক্ত তিনটির কোন একটি শর্ত না পাওয়া গেলে ইসলামী শরীয়তে বিবাহ শুদ্ধ হয় না।

উপরোক্ত তিনটি শর্ত  পাওয়া গেলে বিবাহ হবে,অন্যথায় বিবাহ হবেনা।

আরো জানুনঃ- 

★শরীয়তের বিধান হলো,বিবাহের ইজাব কবুলের সময় কাজি সাহেব যদি ছেলে/মেয়ের বাবার নামের ক্ষেত্রে ভুল বলে অর্থাৎ ছেলে/মেয়ের বাবার নামের ক্ষেত্রে অন্য নাম বা সৎ বাবার নাম বলে,এবং তার দিকে ছেলে/মেয়েকে নিসবত করে,তাহলে সেই ছেলে/মেয়ের বিবাহ শুদ্ধ হবেনা।

অবশ্য যদি ছেলে/মেয়ে নিজেই সেই বিবাহের মজলিসে উপস্থিত থাকে,এবং উকিলের পরিবর্তে নিজেই ইজাব কবুল করে বা তার দিকে ইশারা করে ইজাব কবুল করা হয়,তাহলে ছেলে/মেয়ের বাবার নামে ভুল হওয়া সত্ত্বেও উক্ত বিবাহ হয়ে যাবে।

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (3/ 26)
'' (غلط وكيلها بالنكاح في اسم أبيها بغير حضورها لم يصح)؛ للجهالة وكذا لو غلط في اسم بنته إلا إذا كانت حاضرةً وأشار إليها فيصح۔
(قوله: لم يصح)؛ لأن الغائبة يشترط ذكر اسمها واسم أبيها وجدها، وتقدم أنه إذا عرفها الشهود يكفي ذكر اسمها فقط خلافاً لابن الفضل، وعند الخصاف يكفي مطلقاً، والظاهر أنه في مسألتنا لا يصح عند الكل؛ لأن ذكر الاسم وحده لا يصرفها عن المراد إلى غيره، بخلاف ذكر الاسم منسوباً إلى أب آخر، فإن فاطمة بنت أحمد لا تصدق على فاطمة بنت محمد، تأمل، وكذا يقال فيما لو غلط في اسمها، (قوله: إلا إذا كانت حاضرةً إلخ) راجع إلى المسألتين: أي فإنها لو كانت مشاراً إليها وغلط في اسم أبيها أو اسمها لا يضر؛ لأن تعريف الإشارة الحسية أقوى من التسمية، لما في التسمية من الاشتراك لعارض فتلغو التسمية عندها، كما لو قال: اقتديت بزيد هذا، فإذا هو عمرو، فإنه يصح''
সারমর্মঃ-
যদি উকিল মেয়ের অনুপস্থিতিতে মেয়ের বাবার নামে ভুল করে,বা মেয়ের নাম বলতে ভুল করে,তাহলে উক্ত বিবাহ শুদ্ধ হবেনা।
হ্যাঁ যদি মেয়ে সেই মজলিসে উপস্থিত থাকে,এবং তার দিকে ইশারা করা হয়,সেক্ষেত্রে উক্ত বিবাহ হয়ে যাবে।

বিবাহের ইজাব কবুলের বলার সময় ছেলে নিজেই যদি সেখানে উপস্থিত থাকে,ইজাব/কবুল করে, সেক্ষেত্রে ছেলে বাবার নামে ভুল হলেও সেই বিবাহ শুদ্ধ হয়ে যাবে। 

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
এখানে বিবাহের মজলিসে যেহেতু বর ও কনে নিজেরাই উপস্থিত ছিলেন, ও ইজাব কবুল তারা নিজেরাই করেছেন,সুতরাং এই বিবাহ শুদ্ধ হয়েছে। 

(০২)
এভাবে মেয়েটির জীবন চলতে পারেনা।
বৈবাহিক সম্পর্ককে এভাবে গোপন রেখে চলার অনুমতি শরীয়ত দেয়না।
কেনমা সন্তান হওয়ার বিষয় আছে,সমাজে সন্তানের বংশ পরিচয়,স্ত্রীর স্বামীর পরিচয়, উত্তরাধিকার সহ অনেক বিষয়ের এক্ষেত্রে ঝামেলা হবে।
 
সুতরাং পারিবারিকভাবে বৈঠক করে বিষয়টি সকলের সামনে আনতে হবে।

এরপর উভয় পরিবারের মুরব্বিদের মাধ্যমে বৈঠক করে সমাধানে নিয়ে আসতে হবে। 

(০৩)
আমল নেই।

এক্ষেত্রে ২ নং প্রশ্নের জবাব অনুপাতে আমল করতে হবে।
নতুবা এভাবে ছাড় দিতে থাকলে নিজের ও নিজের পরবর্তী সন্তানেরই ঝামেলা হবে,যাহা রোধ করার ক্ষমতা এই মেয়েটার নেই।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...