আসসালামু আলাইকুম জনাব,
আমার একটা প্রশ্ন আছে, তাহলো মাছি মারা কখন জায়েজ?
১\ ইদানীং আমার ঘরে মাছি উপদ্রব লক্ষ করছি, এবং এরা যেখানে সেখানে বসে বেড়ায় এবং ঘুমাতে গেলেও সমস্যা করে।যা এক প্রকার অশান্তি।
এখন এমন অবস্থায় এদের ইলেকট্রনিক ব্যাট দিয়ে শক করে মেরে ফেলা কতটুকু জায়েজ?
যেহেতু আপনারা জানেন যে মাছি মশার চাইতে বেশী নোংরা, যেখানে সেখানে বসে এমনকি টয়লেটেও, তাছাড়া এরা যেহেতু সমস্যা করছে তাই তাদেরকে খাবারে বিষ দিয়ে যে পণ্য বাজারে পাওয়া যায় তাদিয়ে মেরে ফেলা যাবে কিনা?বা ইলেকট্রনিক ব্যাট দিয়ে?
২\ মাছিগুলোকে যে মারছি, তারজন্য পরকালে আবার আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা?যেহেতু এরা অনেক ব্যান ব্যান করে সমস্যা তৈরী করে।তাই তাদের উপদ্রব কমানোর জন্য তাদেরকে মেরে ফেলার প্রচেষ্টা।
ধন্যবাদ, উত্তর দিয়ে বাধিত করবেন।