আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়াবারকাতুহ, আমার স্বামী বিদেশ থাকেন। আজ সকালে কথা বলার সময় উনি আমাকে বুড়ি বলেন। এর জন্য আমি উনাকে বলি আমাকে পছন্দ না হলে ছেড়ে দিয়ে অন্য কাওকে বিয়ে করো। এতে উনি উত্তর দেন....যাও ছেড়ে দিলাম। উনাকে আমি সাথে সাথে প্রশ্ন করি উনি কি উদ্দেশ্যে এমন কথা বললেন। উনার নিয়ত কি ছিল। উনি উল্টো আমাকে বললেন তোমার নিয়ত কি ছিল। আমি উনাকে বললাম কেন তুমি এমন কথা বললা, তালাক হাসির ছলেও হয়ে যায়। উনি বলেন আমি তোমাকে কোন দিন ছাড়বো না তুমি জানো না। উনার তালাকের কোন নিয়ত ছিল না।
১. উস্তাদ এসব কথায় কি তালাক পতিত হয়ে যাবে?
২. আর তালাক পতিত হলে এর সমাধান কি উস্তাদ।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়াবারকাতুহ, এই প্রশ্নটি আমি কিছু দিন আগে করেছি। এখন আমার কিছু বিষয় ক্লিয়ার করার ছিল।
১। আমার কিছু ওয়াসওয়াসার সমস্যা আছে। আমি কথা বলার মাঝে মনের ভিতরে অনেক কথা বলে থাকি। কিন্তু আমার মনে হয় আমি সরাসরি কথাগুলো বলছি। সেদিন আমি ছেড়ে যাওয়া মানে বুঝিয়ে ছিলাম। এখনকার কিছু পুরুষ আছে নিজের স্ত্রীকে রেখে অন্য মেয়ের সাথে সম্পর্কে যায় এই রেখে যাওয়াকে আমি বুঝিয়ে ছিলাম ছেড়ে দিয়ে।
২। উস্তাদ আমি কথা বলতে চাই একটা আর বলি অন্যটা এটা আমার ছোট বেলা হতে সমস্যা। অন্য মানুষ যে কথাটার অর্থ ভাবে। আমি সে কথাটার অন্য কোন অর্থ ভেবে কথা বলে ফেলি। যেমন: এখানে আমি ছেড়ে দেওয়া কথাটি বুঝিয়েছি রেখে দেওয়া। এখানে আমি ত্যাগ বুঝায়নি।
৩।উনি ছেড়ে দিলাম এমনিই বলেছেন। কোন কারণ ছাড়াই। আমি বলেছি তাই উনি বলেছেন। আমি যা বলি উনি আমার কথা রিপিট করেন। আমি সোজা বললে উনি সোজা বলেন। উনি কোন কথা না বুঝলেও আমি বললে উনি এইভাবেই কথা বলে থাকেন সবসময়।
৪। ছেড়ে দেওয়া বলাটা যদি অন্য কোন অর্থে ব্যবহার হয়ে থাকে তাহলে কি এখানে তালাক পতিত হবে। দয়া করে প্লিজ তাড়াতাড়ি উত্তরটা দিয়েন। এসব ভেবে আমার মানসিক সমস্যা আরও বেড়ে যাচ্ছে।