জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শেষ জামানায় হযরত ঈসা আঃ আমাদের নবি মুহাম্মাদ সাঃ এর উম্মত হয়েই আসবেন।
,
হাদীস শরীফে এসেছেঃ-
وَعَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ ﷺ حِيْنَ اَتَاهُ عُمَرُ فَقَالَ اِنَّا نَسْمَعُ اَحَادِيْثَ مِنْ يَّهُوْدَ تُعْجِبُنَا اَفَتَرى اَنْ نَّكْتُبَ بَعْضَهَا فَقَالَ أَمُتَهَوِّكُوْنَ اَنْتُمْ كَمَا تَهَوَّكَتِ الْيَهُوْدُ وَالنَّصَارى لَقَدْ جِئْتُكُمْ بِهَا بَيْضَاءَ نَقِيَّةً وَلَوْ كَانَ مُوْسى حَيًّا مَّا وَسِعَه إِلَّا اتِّبَاعِيْ. رَوَاهُ أَحْمَدُ والْبَيْهَقِىُّ فِىْ شُعَبُ الاِيْمَانِ
জাবির (রাঃ) থেকে বর্ণিত: তিনি বলেন ‘উমার (রাঃ) নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বললেন, আমরা ইয়াহূদীদের নিকট তাদের অনেক ধর্মীয় কথাবার্তা শুনে থাকি। এসব আমাদের কাছে অনেক ভালো মনে হয়। এসব কথার কিছু কি লিখে রাখার জন্য আমাদেরকে অনুমতি দিবেন? রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ইয়াহূদী ও নাসারাগণ যেভাবে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে, তোমরাও কি (তোমাদের দ্বীনের ব্যাপারে) এভাবে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছ? আল্লাহ্র কসম! আমি তোমাদের কাছে একটি অতি উজ্জ্বল ও স্বচ্ছ দ্বীন নিয়ে এসেছি। মূসা (আঃ)-ও যদি আজ দুনিয়ায় বেঁচে থাকতেন, আমার অনুসরণ ব্যতীত তাঁর পক্ষেও অন্য কোন উপায় ছিল না। মিশকাত, হাদীস নং- ১৭৭ হাদিসের মান : হাসান হাদিস
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
শেষ জামানায় হযরত ঈসা আঃ আমাদের নবি মুহাম্মাদ সাঃ এর উম্মত হয়েই আসবেন।
সুতরাং সেই সময়ে তিনি আমাদের ন্যায় কালেমায়ে শাহাদাত পাঠ করবেন।
সুতরাং তার হাতে কেউ ঈমান আনলে তার ঈমান ধর্তব্য হবে।
কেননা সেও আল্লাহর প্রতি ঈমান আনলো আর রাসুলুল্লাহ সাঃ এর রিসালাত এর সাক্ষ্য দিলো।
তবে ঈসা আঃ কে দেখে সকল খ্রিস্টান ঈমান আনবে,এ কথা সহীহ নয়।