আসসালামুআলাইকুম ।
আমার আত্মীয়ের হয়ে প্রশ্ন টা করা। সেটা নিম্নরূপ
আমি আমার স্বামীর সাথে তালাক নিয়ে আলোচনা করছিলাম।আমি বললাম, ছেড়ে দিলাম বললে তালাক হবে।সে বলল না,কে যদি এক তালাক দুই তালাক তিন তালাক এভাবে না বলে তাহলে তালাক হবে না। এটা ছাড়া বাকি শব্দ বললে নিয়তের দরকার। আর আমি "তোমাকে ছেড়ে দিলাম" বা দিবো এগুলা বললেও কখনও বলি নাই আর বলে থাকলেও নিয়ত নিয়ে বলি নাই।
এখন উক্ত সমস্ত কথা দ্বারা কোনো কোনো তালাক পতিত হবে?