আমরা জানি গুনাহর কাজে সহযোগীতা করলে গুনাহ হয়। কিন্তু কুফুরি কাজে সহযোগীতা করলে কুফর হবে? যেমন ইন্ডিয়াতে অনেক মুসলিম ব্যাপসায়ীদের দেখা যায়, যারা হিন্দুদের মূর্তি পুজা তৈরি করে বিক্রি করে, এবং হিন্দুদের যেকোনো উৎসবে তারা আগরবাতী, ডাব, হিন্দুদের কুফুরি বয় বিক্রি করে থাকে। তাদের কে এ বিষয়ে কিছু বল্লে তারা বলে আমরা এসব মনপ্রাণ দিয়ে ঘৃণা করি, আমরা টাকার জন্য এসব করছি। আমার প্রশ্ন হচ্ছে টাকার জন্য তারা কুফুরি কাজে সহযোগীতা করছে এতে দারা তাদের ইমান থাকবে?