কোনো হারাম কাজ যে হারাম, সেটা কুরআন হাদীস থেকে নিশ্চিত হওয়ার পরে, ওই কাজটা কেন হারাম সব বুঝতে পেরে বিশ্বাস করার পরেও কেউ যদি নফসের কারণে ওই গুনাহ শুরু করে ওটা সগীরা গুনাহ দেখে একদম কঠোরভাবে গুনাহটি বাদ না দেয়ার কারণে একসময় বারে করতে থাকার কারণে ওটাকে হালকা করে ফেলে, এবং ওটা করার সময় প্রায়ই অনুতাপ না হয় বরং আনন্দ হয় এবং অনেকসময় ওই কাজের জন্য মন থেকে প্রশংসা(অন্যদের হারাম কাজ দেখার ক্ষেত্রে) এবং নিজের জন্য আফসোস চলে আসে যে হারাম কাজটির জন্য যে ক্ষতিগুলো হয় সেগুলো না হলে নিজেও কাজটি করা যেত, বা অন্যরা যারা করছে তাদের জন্য খারাপ লাগা তৈরী হয় যে তারা যদি এইকাজে তাদের মেধা খরচ না করত তাহলে সবদিকেই সফল হত, আবার সাথেসাথেই অনুতাপ হয় আবার ওই আনন্দটা যে খারাপ এটাও বোধ হয়, তাহলে কি যে মুহূর্তে আনন্দ হয় ওইমুহূর্তে সে কাফির হয়ে যাবে আর ওইমুহূর্তে মৃত্যু ঘটলে কাফির হিসেবে মারা যাবে?