ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
نِسَاؤُكُمْ حَرْثٌ لَّكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّىٰ شِئْتُمْ ۖ وَقَدِّمُوا لِأَنفُسِكُمْ ۚ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّكُم مُّلَاقُوهُ ۗ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ
তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্য ক্ষেত্র। তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার কর। আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা কর এবং আল্লাহকে ভয় করতে থাক। আর নিশ্চিতভাবে জেনে রাখ যে, আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাত করতেই হবে। আর যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও।(সূরা বাকারা-২২৩)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বামী স্ত্রী এমন যায়গায়-ই শারিরিক সম্পর্কে আবদ্ধ হবে, যেখানে কখনো কোনো মানুষ আসতে পারবে না বা কেউ কখনো দেখবে না।এটাই প্রাকৃতিক নিয়ম।
সন্ধার পর বা রাতের দিকে ছাদে খোলা আকাশের নিচে, শারিরিক সম্পর্কে মিলিত হওয়া কখনো উচিৎ হবে না কেননা তখনো আশংকা থেকে যায় যে, হয়তো কেউ দেখছে। চায় সম্পূর্ণ বিবস্ত্র না হয়েই হোক না কেন। তাছাড়া অন্যর দেখার ভয় থাকার কারণে যৌন সমস্যাও হতে পারে বলে চিকিৎসক গণ বলে থাকেন।
লোক চক্ষুর আড়ালে এমন যায়গায়ই মিলিত হতে হবে, যেখানে সামাজিক ও নৈতিক নিরাপত্তা থাকে। এবং সেটা হল, নিজেদের বাসস্থান। রাত্রিযাপনের ঘর।