১।মসজিদে দিল লটকানো বলতে কি বুঝায় নামাজ কখন হবে মসজিদে কখন যাবো নাকি মসজিদকে মনে মনে শরন করা?
২।আল্লাহ পাক কে মনে মনে শরন করে অন্তর কে কি উপরের দিকে মানে আরশে আজিমের দিকে রাখবো?
৩।নামাযে সুরা ফাতিহার আয়াত শেষে ওয়াকফ কি তিন আলিফ করা সুন্নাত?
৪।একজন আলেম বলছিলেন যে নামাজে সুরা কি পরে সে নিজে বুঝতে পারেনা মানে খুব তাড়াতাড়ি পড়ে রুকু সিজদার তাসবিহ তিনবার পড়ে পাঁচ বার পরে না এতে মোনাফেকি হবে আমার প্রশ্ন হচ্ছে কেউ যদি সাভাবিক ভাবে সুরা ফাতিহার আয়াতের শেষে ওয়াকফ করে এক আলিফ পরে রুকু সিজদার তাসবিহ তিন বার পড়ে তাহলে কি মোনাফেকি হবে?
৫।হিন্দুকে মন্দির কে মূর্তি কে, তাদের ধর্মীয় রীতিকে, তাদের উপসানালয়কে মনে মনে গালি দিলে বা একা একা বা কোনো মুসলমান এর সামনে গালি দিলে কোনো সমস্যা হবে কি অমুসলিমদের হক নষ্ট হবে কি মাফ চাইতে হবে কি?
৬।হিন্দুদের ধর্মের সকল কিছু কে মনে আসলে মন পায়ের দিকে দিয়ে বলি পায়ের দিকে থাক এভাবে ঘৃণা করা যাবে কি?তাদের হক নষ্ট হবে কি মাফ চাইতে হবে কি
৭।ধরেন এমন অমুসলিম কে গালি দিলাম তার নাম ব্যঙ করলাম তার কাছে ক্ষমা চাওয়া সম্ভব না মোদি, ম্যাক্রো তওবা কিভাবে করবে
৮।অমুসলিমদের ব্যাক্তিগত হক নষ্ট না করে তাদের ধর্মীয় হক নষ্ট করলে মাফ চাইতে হবে কি?