আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
122 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
আসসালামু আলাইকুম। আমার প্রায় সময় নামাজের সিজদায় ঘুম এসে যায়। অনেক সময় আধা ঘন্টা বা আরো বেশি সময় পার হয়ে যায় এ অবস্থায়।  কখনো মনে থাকে কোন রাকাতে আছি।  আবার অনেক সময় ভুলে যাই। কোন রাকাতে আছি ভুলে গেলে নতুন করে ওযু করি৷ মনে থাকলে অনেক সময় করি না।
আমার প্রশ্ন হলো এই অবস্থায় কি ওযু ভেঙে যাবে? কোন রাকাতে আছি সেটা মনে থাকলে কি সালাত আদায় হবে? (মেয়েদের নামাজের ক্ষেেএে)

1 Answer

0 votes
by (559,530 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ- 
ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত,  রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

لَيْسَ عَلَى مَنْ نَامَ سَاجِدًا وُضُوءٌ، حَتَّى يَضْطَجِعَ، فَإِنَّهُ إِذَا اضْطَجَعَ، اسْتَرْخَتْ مَفَاصِلُهُ

সেজদা অবস্থায় ঘুমালে অযু ভঙ্গ হয় না, তবে চিৎ হয়ে শুয়ে পড়লে ভেঙ্গে যাবে, কেননা, চিৎ বা কাত হয়ে শুয়ে পড়লে শরীর ঢিলে হয়ে যায়। [ফলে বাতকর্ম হয়ে যাবার সম্ভাবনা রয়েছে]।  (মুসনাদে আহমাদ ২৩১৫ আবু দাউদ ২০২)

হাদীস শরীফে বর্নিত আছে, হযরত আনাস (রাযিঃ) হতে বর্নিত, তিনি বলেনঃ হযরত রাসুলুল্লাহ (সাঃ) ইশার নামাযে আসতে বিলম্ভ হলে সাহাবীগন তন্দ্রাচ্ছন্ন হয়ে যাওয়ার কারনে তাদের ঘাড়/গর্দানসমূহ  নিচের দিকে ঝুলে পড়তো৷ এমতাবস্থায় তারা পুনরায় ওযু না করেই নামায আদায় করতেন৷ (আবু দাউদ হা,২০০)

الدر المختار مع رد المحتار: (141/1، ط: دار الفکر)

(و) ينقضه حكما (نوم يزيل مسكته) أي قوته الماسكة بحيث تزول مقعدته من الأرض، وهو النوم على أحد جنبيه أو وركيه أو قفاه أو وجهه (وإلا) يزل مسكته (لا) يزل مسكته (لا) ينقض وإن تعمده في الصلاة أو غيرها على المختار
(قوله: على المختار)۔۔۔۔۔۔۔قال في شرح الوهبانية: ظاهر الرواية أن النوم في الصلاة قائما أو قاعدا أو ساجدا لا يكون حدثا سواء غلبه النوم أو تعمده.

الھندیۃ: (12/1، ط: دار الفکر)
(ومنها النوم) ينقضه النوم مضطجعا في الصلاة وفي غيرها بلا خلاف بين الفقهاء۔۔۔۔۔ولا ينقض نوم القائم والقاعد ولو في السرج أو المحمل ولا الراكع ولا الساجد مطلقا إن كان في الصلاة وإن كان خارجها فكذلك إلا في السجود فإنه يشترط أن يكون على الهيئة المسنونة له بأن يكون رافعا بطنه عن فخذيه مجافيا عضديه عن جنبيه وإن سجد على غير هذه الهيئة انتقض وضوءه. كذا في البحر الرائق ثم في ظاهر الرواية لا فرق بين غلبته وتعمده

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
নামাজের সেজদায় কেহ ঘুমিয়ে গেলে সেই ব্যাক্তি যদি সুন্নাত তরিকায় সেজদাহ দিয়ে থাকেন,অঙ্গপ্রত্যঙ্গ যদি ঢিলেঢালা না হয়ে যায়,সেক্ষেত্রে সে সালাম ফিরানোর আগেই ছুটে যাওয়া ফরজ ও ওয়াজিব কাজ গুলি আদায় করবেন।

আর যদি সেই ব্যাক্তি সুন্নাত তরিকায় সেজদাহ না দিয়ে থাকেন,অঙ্গপ্রত্যঙ্গ যদি ঢিলেঢালা হয়ে যায়,সেক্ষেত্রে পুনরায় উক্ত নামাজের কাজা করবেন।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি সুন্নাত তরিকায় সেজদাহ না হয়ে থাকে,অঙ্গপ্রত্যঙ্গ যদি ঢিলেঢালা হয়ে যায়,(সাধারণত সেজদায় এভাবে আধা ঘন্টা বা আরো বেশি সময় পার হয়ে গেলে অঙ্গপ্রত্যঙ্গ ঢিলেঢালা হয়ে যাওয়ারই কথা) সেক্ষেত্রে আপনার অযু ভেঙ্গে যাবে।
পুনরায় অযু করে এবং এসে বাকি নামাজ আদায় করবেন। 
কোন রাকাতে আছেন,সেটি মনে না পড়লে প্রবল ধারণার ভিত্তিতে বাকি নামাজ আদায় করবেন।

কোনোদিকেই প্রবল ধারণা না হলে পুনরায় নতুন করে নামাজ আদায় করবেন।

(আর যদি সুন্নাত তরিকায় সেজদাহ হয়ে থাকে,অঙ্গপ্রত্যঙ্গ যদি ঢিলেঢালা না হয়ে যায়,সেক্ষেত্রে আপনার অযু ভেঙ্গে যাবেনা।  নামাজ চালিয়ে যাবেন।

এক্ষেত্রে রাকাত সংখ্যা মনে থাকলে তো কোনো সমস্যা নেই 

আর রাকাত সংখ্যা মনে না থাকলে প্রবল ধারণার ভিত্তিতে আমল করবেন।)


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতুহ।
সেজদারত অবস্থায় ঘুমালে ওযু নষ্ট হয়ে যাবে।
( এটি বেহেস্তী জেওর কিতাবের
( ফতওয়ায়ে হিন্দিয়া: পৃষ্টা ১০) 

একটি হাদিসে বলা হয়েছে,
সেজদারত অবস্থায় ঘুমালে ওযু নষ্ট হবে না। তবে কাত হয়ে শুয়ে পড়লে ওযু নষ্ট হয়ে যাবে। কারণ কাত হয়ে শুয়ে পড়লে শরীর ডিলে হয়ে যায়।
( মুসনাদে আহমদ ২৩১৫, সুনানে আবু দাউদ ২০২)
এটি ফিকহুত ত্বাহারাদ কিতাব থেকে নেওয়া) 

❓ এটা কোনটা সঠিক?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...