আসসালামু আলাইকুম
১।।একটা জমি যদি আমি অন্য লোকের কাছ থেকে ৫০ হাজার টাকা দিয়ে ধায়সুদি নিলাম ( মানে যতদিন টাকাটা আমাকে না দিবে ততদিন এই জমিতে আমি ফসল রোপন করবো,,টাকা ফেরত দিয়ে জমিটা নিতে হবে)।।এভাবে নেওয়া কি হালাল হবে।।
২।যদি হালাল হয় তাহলে ঐ জমিটা আমি অন্য আরেকজনকে দিলাম ধান চাষ করার জন্য,, আমি কোন টাকা দিব না ফসল করার জন্য।।। ফসল দুই বার করে,,কিন্তু তার যত মণ চাল হোক না কেন সে আমাকে ৩ মণ চাল দিবে।।।এভাবে কি হালাল হবে।।
৩।।মসজিদে দেরিতে যাওয়ার কারণে মাগরিবের ৩ রাকাত ফরজ নামাজের মধ্যে যদি ১ রাকাত নামাজ পাই,, তাহলে বাকি যে দুই রাকাত নামাজ ছিল সেটা কিভাবে পড়বে।।।