আসসালামু আলাইকুম।
1.
আমার সাদাস্রাবের সমস্যা আছে, কিন্তু অতিরিক্ত না। একদিন আমি নামায শেষে তা বের হয়েছে কিনা চেক করতে জাই। তারপর হয়ত লজ্জাস্থানে ঘোলা পানি( বাথ্রুম থেকে বের হয়ে পানি মোছা হয়নি) বা সাদাস্রাব দেখেছিলাম। তারপর একটা বদ্ধ জিনিশে হাত ধুয়ার সময় পানি ছিটে ব্যাগে আর ড্রামের উপর পরে। তারপর আমি সেগুলো আর ধুইনি, পরে ধুব ভেবে। কিছুদিন পর জেইখানে ছিটেছিল, ব্যাগের অইদিকে ধুয়েছিলাম। কিন্তু এই কিছুদিনের মদ্ধে তো অনেকবার আমার নানু সেই ব্যাগ ব্যাবহার করেছে, ঘামা হাতে, ভেজা হাতে ( তাহলে হয়ত পুরো ব্যাগ ই নাপাক)। আরো অনেক কিছুই ধরেছে । তাহলে কি সব নাপাক? ড্রাম এর উপর জদি ভেজা কিছু রেখে থাকে তাহোলে ত অইসব অ নাপাক। এখন আমার একবার মনে হয় সেটা স্রাব আবার মনে হয় পানি ছিল। এখন আমি কি করব। আমার চিন্তা হচ্ছে, দয়া করে জানাবেন। আমি এসব থেকে মুক্তি পেতে চাই, কিন্তু পারছিনা।
2. Ami majhe majhe janalar baire srab mocha tissue fele dei... Brishti ashle oidik Theke room er vitore, alna, kapore pani chite ashe... Ete ki oishb napak hoye jabe?
3. Naker chardike je whiteheads thake ogulo chipe ber korar somoy je tel er moto ber hoy eta ki napak? Naker chardike to emnitei tel er moto thake