ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ ۚ
নারীদের সাথে সদ্ভাবে জীবন-যাপন কর। (সূরা নিসা-১৯)
اتَّقُوا اللَّهَ فِي النِّسَاءِ، فَإِنَّكُمْ أَخَذْتُمُوهُنَّ بِأَمَانَةِ اللَّهِ، وَاسْتَحْلَلْتُمْ فُرُوجَهُنَّ بِكَلِمَةِ اللَّهِ، وَإِنَّ لَكُمْ عَلَيْهِنَّ أَنْ لَا يُوطِئْنَ فُرُشَكُمْ، أَحَدًا تَكْرَهُونَهُ، فَإِنْ فَعَلْنَ فَاضْرِبُوهُنَّ ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ، وَلَهُنَّ عَلَيْكُمْ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ -
তোমরা নারীদের সম্পর্কে আল্লাহকে ভয় করো। কেননা তাদেরকে তোমরা আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছো এবং আল্লাহর বিধান মোতাবেক তোমরা তাদের লজ্জাস্থানকে নিজেদের জন্য হালাল করেছো। তাদের উপর তোমাদের অধিকার আছে, তারা যেন তোমাদের অপছন্দনীয় ব্যক্তিকে তোমার ঘরে স্থান না দেয়। তারা এরূপ করলে তাদেরকে খুবই হালকা মারধর করো। তাদের ভরণ-পোষনের দায়িত্বও তোমাদের উপর। তোমরা যা স্বাভাবিকভাবে আদায় করবে।(সুনানে আবু দাউদ-১৯০৫ হাদীসের একাংশ)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্ত্রী সারাদিন বাচ্চা দেখাশোনা করে, বাচ্চার সব কিছু করে, রান্নাবান্না ও যাবতীয় কাজকর্ম সেরে পরে বাবু ঘুমালে স্ত্রী একটু রিল্যাক্স করার জন্য ফোন হাতে নেয় এবং তার ঘনিষ্ঠ বোন/বান্ধবী দের সাথে টুকটাক কথা বলে। এজন্য স্বামীর নারাজ হওয়ার কোনো কারণ নেই। হ্যা, স্বামী সন্তানের হক আদায়ে ত্রুটি হলে তখন স্বামী বাধা দিতে পারবে।