আমাদের ঘনিষ্ঠ আত্মীয়। দুইজন ছেলে আছে। বড় ছেলে মধ্যপ্রাচ্যের একটি দেশে থাকে আর ছোট ছেলে পড়াশোনা করে। উনার স্বামী ছোটখাটো ব্যবসা করে। উনাদের বাড়ি এবং জমিজমা আছে। সম্পত্তি ১০ লাখের মত হবে,সব মিলে। ছেলে সহ স্বামী স্ত্রী আমাদের বাড়িতে থাকেন। উনাদের যাবতীয় খরচ খাওয়াদাওয়াসহ সব আমরাই বহন করি। উনাদের এক টাকাও খরচ করতে হয়না। আমরা দেশের বাইরে থাকি এবং এক্ষেত্রে বাড়ির দায়িত্ব উনারাই পালন করেন। কিন্তু সম্প্রতি উনারা একটা কাজের জন্য ১৫ লাখ টাকা ঋনগ্রস্থ। উনার বড় ছেলে যিনি বিদেশে থাকেন তার আর্থিক উন্নতি খুবই কম। এক্ষেত্রে উনাদের যাকাত দেয়া কি সহীহ হবে?