আসসালামু আলাইকুম
১)যদি কেউ ফরজ সলাতের মধ্যে ২টি সেজদার মধ্যে ভুলে একটি দিয়ে, ফেলে তাহলে সাহু সেজদা হবে। যেমনঃ যোহরের ৪ রাকাত সালাতে যদি ২ বা ৩ বা ১ রাকাতে ভুলে ২ টি সেজদা দিয়ে উঠে সালাত আদায় করতে থাকে পড়ে যদি তার মনে পড়ে তাহলে বর্তমান সেজদার সাথে আরেকটি সেজদা দিতে হবে মোট ৩টি এবং শেষে সাহু সেজদাও দিতে হবে। আবার ৪র্থ রাকাতে গিয়েও যদি মনে হয় অন্য রাকাতে ৩টা সেজদা দেওয়া হয়নি তাহলে তখনে ৩টা সেজদা দিয়ে, সাহু সেজদা দিতে হবে, যদি ৪র্থ রাকাতে ২ টি সেজদা দেই সালাম ফিরানোর আগে মনে পরে তখনি আরেক সেজদা দিয়ে সাহু সেজদাও দিতে হবে। পড়ে মনে পড়লে আর chance থাকবেনা
যদি তাশাহুদ দুরুদ এর মধ্যে মনে পড়ে তাহলে কি তখনি আরেক সেজদা দিব? সেজদা দিয়ে কি আবার সব পড়তে হবে?তার পড়ে সাহু দিয়ে সালাম ফিরাতে হবে?
২)যদি রুকু miss হয়ে যায় ওই রাকাতের সেজদায় গিয়ে মনে পরে তাহলে, সাথে সাথে দাড়িয়ে তাকবীর বলে রুকুতে চলে যাব, রুকু শেষ করে আবার ২ সেজদা দিতে হবে। পড়ে সাহু দিতে হবে। যদি প্রথম রাকাত সেজদা দিয়ে ৩ বা ২ রাকাতে গিয়ে মনে হয় যে আমার ১ম রাকাতে রুকু বাকি আছে। তাহলে ওই রুকু আর দেওয়া যাবে না, ওই রাকাত বাতিল হয়ে যাবে, ৪ রাকাত নামাজ হলে আমাকে ৫ রাকাত নামাজ পড়তে হবে।
৫ রাকাত কিভাবে পড়তে হয়? আমার যদি ২ রাকাত তাশাহুদ শেষে মনে পড়ে তাহলে ১ম রাকাত বাতিল হয়ে গেলে ২ রাকাতে আমি তাশাহুদ পরে ফেলেছি, তাহলে ৫ রাকাত কিভাবে পড়তে হবে, ২রাকাত যদি ১ম রাকাত হয় তাহলে তাশাহুদ শেষ, আবার ২ রাকাত যদি ১ম রাকাত হয় তাহলে ৩ রাকাত তো ২ রাকাত হয়ে যাবে, তখন কি আবার তাশাহুদ পড়তে হবে? তাহলে তো ৫ রাকাতেই তাশাহুদ পড়তে হচ্ছে, আমকে নামাজ টা একটু বুঝিয়ে দেন?