আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
104 views
in সালাত(Prayer) by (9 points)

আসসালামু আলাইকুম

১)যদি কেউ ফরজ সলাতের মধ্যে ২টি সেজদার মধ্যে ভুলে একটি দিয়ে, ফেলে তাহলে সাহু সেজদা হবে। যেমনঃ যোহরের ৪ রাকাত সালাতে যদি ২ বা ৩ বা ১ রাকাতে ভুলে ২ টি সেজদা দিয়ে  উঠে সালাত আদায় করতে থাকে পড়ে যদি তার মনে পড়ে তাহলে  বর্তমান সেজদার সাথে আরেকটি সেজদা দিতে হবে মোট ৩টি এবং শেষে সাহু সেজদাও দিতে হবে। আবার ৪র্থ রাকাতে গিয়েও যদি মনে হয় অন্য রাকাতে ৩টা সেজদা দেওয়া হয়নি তাহলে তখনে ৩টা সেজদা দিয়ে, সাহু সেজদা দিতে হবে, যদি ৪র্থ রাকাতে ২ টি সেজদা দেই সালাম ফিরানোর আগে  মনে পরে তখনি আরেক সেজদা দিয়ে সাহু সেজদাও দিতে হবে। পড়ে মনে পড়লে আর chance থাকবেনা

 

যদি তাশাহুদ দুরুদ এর মধ্যে মনে পড়ে তাহলে কি তখনি আরেক সেজদা দিব? সেজদা দিয়ে কি আবার সব পড়তে হবে?তার পড়ে সাহু দিয়ে সালাম ফিরাতে হবে?

 

২)যদি রুকু miss হয়ে যায় ওই রাকাতের সেজদায় গিয়ে মনে পরে তাহলে, সাথে সাথে দাড়িয়ে তাকবীর বলে রুকুতে চলে যাব, রুকু শেষ করে আবার ২ সেজদা দিতে হবে। পড়ে সাহু দিতে হবে। যদি প্রথম রাকাত সেজদা দিয়ে ৩ বা ২ রাকাতে গিয়ে মনে হয় যে আমার ১ম রাকাতে রুকু বাকি আছে। তাহলে ওই রুকু আর দেওয়া যাবে না, ওই রাকাত বাতিল হয়ে যাবে, ৪ রাকাত নামাজ হলে আমাকে ৫ রাকাত নামাজ পড়তে হবে।

৫ রাকাত কিভাবে পড়তে হয়? আমার যদি ২ রাকাত তাশাহুদ  শেষে মনে পড়ে তাহলে ১ম রাকাত বাতিল হয়ে গেলে ২ রাকাতে আমি তাশাহুদ পরে ফেলেছি, তাহলে ৫ রাকাত কিভাবে পড়তে হবে, ২রাকাত যদি ১ম রাকাত হয় তাহলে তাশাহুদ শেষ, আবার ২ রাকাত যদি ১ম রাকাত হয় তাহলে ৩ রাকাত তো ২ রাকাত হয়ে যাবে, তখন কি আবার তাশাহুদ পড়তে হবে? তাহলে তো ৫ রাকাতেই তাশাহুদ পড়তে হচ্ছে, আমকে নামাজ টা একটু বুঝিয়ে দেন?

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
নামাযের প্রত্যেক রাকাতে দুইটি সিজদা ফরয। সুতরাং কোনো রাকাতে একটি সাজদা ছুটে গেলে পরবর্তী রাকাতে ঐ রাকাতের দুই সিজদার সাথে আরেকটি সিজদা মোট তিনটি সিজদা দিতে হবে। এখন যদি একই নামাযে একাধিক রাকাতে সিজদা ছুটে যায়, তাহলে একাধিকবার পরবর্তী রাকাতে ছুটে যাওয়া সিজদা দিতে হবে। এবং সব শেষে একবারই সাহু সিজদা আসবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 1797

(২) রুকু মিস হয়ে গেলে, পরবর্তীতে যখনই রুকুর কথা স্বরণ হবে,রুকু দিয়ে অবশিষ্ট নামাযকে সম্পন্ন করতে হবে। নামাযের একেবারে শেষে সাহু সিজদা দিতে হবে। 
(বিঃদ্রঃ)
আপনি সম্ভবত নামাযের বেসিক বিষয়াবলী তত ভালো করে আয়ত্বে নিয়ে আসতে পারেননি। আপনি আপনার পাশের মসজিদের ইমাম বা মুওয়াজ্জিন সাহেবের সাথে এ বিষয়ে আলোচনা করে জেনে নিবেন। কেননা এগুলোতে অফলাইন বা সরাসরি বুঝা ও বু্ঝানো ছাড়া পূর্ণতা পাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 195 views
...