আসসালামু আলাইকুম
আমি এবং আমার মা-বাবা একই বাসায় থাকি। তারা দুজনই ষাটোর্ধ্ব, একেবারে অচল নয়। তবে মাঝেমধ্যে বিভিন্ন কাজে আমার প্রয়োজন হয়।
আমার এক ভাই বছরে ৮/৯ মাস বিদেশ থাকেন। বাকি ৩/৪ মাস বাসায় থাকেন।
আরেক ভাই বাসা থেকে ১০-১৫ কি.মি. দূরে আলাদা বাসায় থাকেন। কিন্তু তিনি প্রতি শুক্রবার আমাদের বাসায় এসে পিতা-মাতার দেখভাল করতে পারবেন।(কিন্তু তিনি কিছুটা অলস প্রকৃতির, ঠিকভাবে সব কাজকর্ম করেন না)
এছাড়া আমার চার মামাসহ আমরা সবাই একই বিল্ডিংয়ে থাকি। বিপদেআপদে তাদের পাশে পাওয়া যেতে পারে।
এমতাবস্থায় আমার জন্য চট্টগ্রাম থেকে সিলেটে পড়াশোনা করতে যাওয়া জায়েজ হবে?
তাছাড়া একই সাথে তিন ছেলে বাসার বাইরে চলে যাওয়ায় আমার মা-বাবা কিছুটা ভেঙে পড়তে পারেন এবং চিন্তিত হতে পারেন। সেক্ষেত্রে আমার জন্য সিলেটে পড়াশোনা করতে যাওয়া জায়েজ হবে?