আসসালামু আলাইকুম হুজুর
আমি পূর্বে আমার সমস্যার কথা বলেছিলাম এখানে https://ifatwa.info/65338/ । আইফাতোয়ার সাথে অনেকদিন যুক্ত থাকার কারণে আমি অনেক ব্যাপারে মাসআলা জেনেছি। কিন্তুু জেনেছি ইমাম আবু হানিফার মাযহাব অনুযায়ী তেলাপোকা মারলে সাদা তরল বা তেলাপোকার পেশাব পায়খানা নাপাক। এখন হুজুর এই কারণে আমি অনেক সমস্যায় আছি। মাজহাব ফলো করার কারণে আমি নিজে তেলাপোকা মারি না কিন্তু ঘরের অন্য সদস্যরা তেলাপোকা মারে। তারা তেলাপোকা মারলে অনেক সময় আমি দেখতে পাই, অনেক সময় দেখতে পাই না আবার দেখতে পাইলেই যে সব সময় পরিষ্কার করতে পারব সেটাও সম্ভব না। কারণ পরিষ্কার করতে গিয়ে টিস্যু দিয়ে মুছে পানি দিয়ে ধুতে হয়। কখনো এগুলো পরিষ্কারের পর হাত ধুতে গেলে ছিটা পড়ে কাপড়ে অনেকসময়। কয়েক সপ্তাহ আগের কথা তখন ঘরে অনেক তেলাপোকা হয়ে যাওয়ায় তেলাপোকার ছোট ছোট বাচ্চা মেরে ফেলা হয় আমার সামনেই। আমি তখন তাদেরকে মানা করেছিলাম না মারতে তবে মারার পর আমি পরিষ্কার করি নাই। পরিষ্কার করতে গেলেও বড় একটা কিছু লাগতো। যদিও সে দিনের ঘটনার পর কয়েকবার মাত্র তেলাপোকা মরা অবস্থায় দেখেছিলাম। মাঝেমধ্যে পরিষ্কার করেছি। ডাইনিং আর পাকঘরেই বেশি তেলাপোকা মারা হয়, মারলে সাদা তরল বা তেলাপোকার পেশাব পায়খানা বের হয় এবং এসব রুমে বেশি পানি পড়ে এবং জুতার তলা থেকে সে পানি অন্য রুমে ছড়িয়ে যায়। কিন্তুু মাজহাবের এই বিধান মানতে গিয়ে আমার অবস্থা খারাপ। অনেক বেশি পা ধুতে হয় আগের তুলনায়। পায়ের চামড়া এখন অনেক বেশি উঠে। ব্যায়াম করাও যাচ্ছে না। বর্তমানে শুধু এই কারণে বাথরুমেও অনেক টাইম লাগছে। কারণ আমার রুমে অন্যরা অনেক আসে এখন স্যান্ডেলে পাড়া দিলে বাথরুমে যাওয়ার পর স্যান্ডেলে ধুইতে হয়, তারপর বাথরুমের আশপাশ দিয়েও পানি প্রবাহিত করি যেন নাপাকি চলে যায়।
১) জানতে চাই তেলাপোতা কোথাও মারা হলে সেই জায়গায় তেলাপোকার সাদা তরল বা পেশাব-পায়খানা বের হয়। এখন এইটা যদি কারো স্যান্ডেলের তলায় লাগে এবং সে যদি কোন পানি পড়ে আছে এমন অংশ পা দেয় তাহলে কি ওই পানি জায়গাটা নাপাক হয়ে যাবে?
২) (১) নং অনুযায়ী নাপাক হলে এভাবে তো পুরো ঘরই নাপাক হয়ে যাবে বা ফ্লোরগুলো নাপাক হয়ে যাবে। এক্ষেত্রে পাক করতে কি করনীয় ?
৩) আমি তো তেলাপোকা মারি না অন্যরা মারে তাইলে আমি কেন এত কষ্ট করব? অন্যরা মারলে আমি বারবার পরিষ্কার করা আমার জন্য কষ্টকর।
৪) মাজহাবের এই বিধান মানতে গিয়ে মানসিক এবং শারীরিক দুই দিক দিয়েই ভেঙে পড়েছি। সময় অনেক ব্যয় হচ্ছে। এখন মাজহাবের এই নিয়ম মানবো? এই নিয়ম ছেড়ে না দিলে মানসিক রোগে আকান্ত হতে পারি। এই নিয়ম মানা বাদ দিলে কি সালাত হবে?
বিঃদ্রঃ তেলাপোকা মারলে সাদা তরল বা তেলাপোকার পেশাব পায়খানা প্রায় সময়ই বের হয়।
জাযাকাল্লাহু খাইরান।