আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ থেকে হজ করার উদ্দেশ্যে এহরাম পরে মক্কায় এসে একটা উমরাহ করি, উমরাহ শেষ করে স্বাভাবিকভাবেই আছি।
আমরা গতকাল তায়েফ গিয়েছিলাম। তায়েফে তো ৫ টা মিকাত এর মধ্যে একটা মিকাত আছে,ওইখান থেকে আমরা ইহরাম পরে মক্কায় প্রবেশ করেনি। সামনে হজ,এখন আমরা কি করব?এখন দম দিতে হবে কি? নাকি মিকাতে গিয়ে ইহরাম পরে মক্কায় প্রবেশ করে উমরাহ করে হালাল হয়ে হজ এর জন্য অপেক্ষা করব?