ওস্তাদ বিপদে আছি!
আমার ভাই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে টাকা নিবে, ভাই বলতেছে আমি তিন মাসের মধ্যে দিয়ে দিবে। আর এই ব্যাংকের সিষ্টেম হলো তিন মাসের মধ্যে দিয়ে দিলে সুধ দিতে হবে না। এখন এই টাকা উঠানোয় আমাকে রাখবে নমিনি। ওস্তাদ, ভাই বিদেশ যাবে তো, এই টাকা উঠানো ছাড়া টাকা যোগাড় করাও ভাইয়ের জন্য কষ্টসাধ্য, এমন একটা অবস্থা ওস্তাদ আমার ভাই একটু অন্য মেজাজের! এখন আমি পড়েছি বিপদে, ওস্তাদ এখন কিভাবে এটা আমি ম্যানেজ করতে পারি? আপনার একান্ত পরামর্শ প্রয়োজন।
(*) ওস্তাদ আমি কি এরকম বলতে পারি যে, ভাই আমি তোমার ব্যাংক লোনের বিষয়ে নমিনি থাকতেসি শুধু এই কারণে যে, তুমি তিন মাসের মধ্যে সুদ ছাড়া পরিশোধ করবে। যদি এরমধ্যে পরিশোধ না করো তাহলে এই পাপের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই, সমস্ত দায়ভার তোমার।
ওস্তাদ এখন আমি কি করব?