আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
106 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (15 points)
১। ইউরোপ কান্ট্রির বিভিন্ন সসে ভিনিগার এলকোহল থাকে এইটা কি হালাল?
২। ময়দায় যে গ্লুটেন থাকে এইটা কি হালাল?
৩। ভুল করে এলকোহল দিয়ে বানানো ব্রেড খেলে করনীয় কি?
৪। আমার সাড়ে ৪ ভড়ির মতো সোনা আছে এখন কি আমার যাকাত দিতে হবে?
৫। যদি দুজন মানুষ কোনো এক সময় একই ব্যক্তি দ্বারা  নির্যাতিত হয়েছেন।
এখন দুজন একই হলে সেই ব্যক্তির নির্যাতনের কথা বলেন যে এই রকম,অমুক আমার সাথে এই কাজটা ওই কাজটা করলো এখনো মনে আছে,ইত্যাদি ইত্যাদি। তাহলে কি এইটা গীবত হবে?হলে করনীয় কি?
৬।ট্যাপ ট্যাপ সেন্ডে যে কোড ব্যবহার করলে ১০% বোনাস দেয়া হয় এইটা কি হালাল? বা অনেক পেইজে কোড ব্যবহার করলে ডিস্কাউন্ট দেয় বা নিদিষ্ট % বোনাস দেয় এইটা কি গ্রহণ করা যাবে?

1 Answer

0 votes
by (565,890 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

(০১)
ভিনেগার , টক তরল যা অসংখ্য পাতলা পাতলা গাঁজন দ্বারা তৈরি হয় মদ্যপ তরল একটি তরল ধারণকারী এসিটিক এসিড . ভিনেগার বিভিন্ন উপকরণ থেকে উত্পাদিত হতে পারে: আপেল বা আঙ্গুর (ওয়াইন বা সিডার ভিনেগার); মল্টেড বার্লি বা ওটস (মাল্ট ভিনেগার); এবং শিল্প অ্যালকোহল (পাতিত সাদা ভিনেগার)।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
ভিনেগার খাওয়া হালাল হবে। যদি তা আপেল, আঙুর ইত্যাদি হালাল ফলমূল থেকে প্রস্তুতকৃত হয়। তবে যদি তা মদ হতে তৈরি হয়, তাহলে তা খাওয়া যাবে না। 

হাদীস শরীফে এসেছেঃ- 

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنِ السُّدِّيِّ، عَنْ أَبِي هُبَيْرَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ أَبَا طَلْحَةَ، سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَيْتَامٍ وَرِثُوا خَمْرًا، قَالَ: أَهْرِقْهَا قَالَ: أَفَلَا أَجْعَلُهَا خَلًّا؟ قَالَ: لَا صحيح

আবূ তালহা রযিয়াল্লাহু আনহু নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কতিপয় ইয়াতীম সম্পর্কে প্রশ্ন করলেন, তারা উত্তরাধিকার সূত্রে মদ পেয়েছিল। তিনি বললেন, ‘তা ঢেলে ফেলে দাও। আবূ তালহা রযিয়াল্লাহু আনহু বললেন, আমি কি একে সিরকায় রূপান্তরিত করতে পারব না? তিনি বললেন, না’ 

(আবূ দাঊদ, হা/৩৬৭৫; ছহীহ মুসলিম, হা/১৯৮৩; মুসনাদে দারেমী, হা/২১৬১)। 

এই হাদীছ প্রমাণ করে যে, মদ বা হারাম বস্তু দ্বারা তৈরিকৃত ভিনেগারসহ যেকোনো পানীয় পান করা নিষিদ্ধ।

(০২)
গ্লুটেন হলো এক ধরনের প্রোটিন যেটা মূলত গম, রাই, বার্লি ইত্যাদিতে থাকে। এক ধরনের আঠালো পদার্থ থাকে এই সব খাবারে, যা খাবারটিকে বেক করার সময় ফেঁপে উঠতে সাহায্য করে। মূলত রুটি, পাউরুটি, পাস্তা, কেক, চিপ্স, সস, বিয়ার এই সব খাবারে গ্লুটেন থাকে।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
জানা মতে ময়দায় যে গ্লুটেন থাকে এইটা হালাল।

(০৩)
সেক্ষেত্রে তওবা করবেন।

(০৪)
এক্ষেত্রে যদি আপনার মালিকানায় সামান্য রুপা বা দৈনন্দিন প্রয়োজন অতিরিক্ত অল্প টাকা হলেও থাকে,সেক্ষেত্রে বছর পূর্ণ হলে যাকাত ফরজ হবে। 

(০৫)
এক্ষেত্রে তাকে সংশোধন করার নিমিত্তে বা প্রতিশোধ নেয়ার জন্য বা কোনো ভাবে বিচারের দাবিতে পরস্পর মাজলুমদের আলোচনা জায়েজ।

বিস্তারিত জানুনঃ-

(০৬)
এতে শরীয়াহ বিরোধী কিছু না থাকলে ও আইনত কোনো সমস্যা না থাকলে সেক্ষেত্রে সেই বোনাস গ্রহন করা যাবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
আমার কোন ধরনের রুপার জিনিস নেই।এইক্ষেত্রে কি এই পরিমাণ সোনার যাকাত দিবো?দিলে কিভাবে হিসাব করবো? আর আমার কুরবানির দেয়া কি ওয়াজিব? 
by (565,890 points)
আপনার মালিকানায় দৈনন্দিন প্রয়োজন অতিরিক্ত অল্প টাকাও যদি থাকে,সেক্ষেত্রে বছর পূর্ণ হলে যাকাত ফরজ হবে।

কুরবানীর (১০.১১.১২ জিলহজ্ব) সময় আপনার মালিকানায় দৈনন্দিন প্রয়োজন অতিরিক্ত অল্প টাকাও যদি থাকে,বা প্রয়োজন অতিরিক্ত আসবাব পত্র, বা প্রয়োজন অতিরিক্ত বাসা বাড়ি,প্রয়োজন অতিরিক্ত  জমি জমা থাকে,সেক্ষেত্রে কুরবানী ওয়াজিব হবে।

অন্যথায় কুরবানী ওয়াজিব হবেনা।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...