আমার বিয়ে হয়েছে ৪ বছর। বিয়েটি হঠাৎ করে হয়েছে। বিয়ের ৬ মাসের মধ্যে আমি জানতে পারি যে আমার শশুর বাড়ির মানুষ আমার থেকে অনেক কিছু লুকিয়েছে। যেমন : আমার স্বামীর বয়স, তার আগের বিয়ে, তিনি আগে নেশা করতেন পরে রিহ্যাবে দেয়া হয়েছিল, এমনকি বিভিন্ন কারণে তিনি বারবার জেলেও ছিলেন। আমি এগুলো জানতে পেরেও আল্লাহর উপর ভরসা রেখে সংসার চালিয়ে যাওয়ার সিন্ধান্ত নেই। এমনিতে তিনি অনেক ভালো মানুষ, আমাকে কখনো কষ্ট দিয়ে কথা বলেননি। কিন্তু এসব সমস্যা ছাড়াও বড় যে সমস্যা সেগুলো হলো: আমার শশুর বাড়ি জয়েন পরিবার, ৩ জন ননদ, দেবর, জ্বা সহ শশুর শাশুড়ী সবাই আছেন। আমার শাশুড়ী, দেবর, ননদ আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। পান থেকে চুন খশলেই আমার পিতামাতা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, গালাগাল করে, আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করি সবার সেবা যত্ন করে চলার, কিন্তু তাও আমার ছোট ছোট ভুল গুলো নিয়েও আমার সাথে অন্যায় আচরণ করে। আমি পর্দার ভিতর থাকার চেষ্টা করি, সেটিও আমার শাশুরির পছন্দ না। তিনি আমার সাথে দাসীর মত আচরণ করেন। আমার সব কিছুতেই তিনি ভুল ধরেন আর সবার কাছে বলে বেড়ান। পরে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে সেগুলো নিয়ে। ৪ বছর ধরে এত কিছু সহ্য করে এসেছি, এখন আমার একটি ৫ মাসের মেয়ে আছে। আমি এখন আর এসব সহ্য করতে পারছি না তাই স্বামীকে বলেছি আমাকে নিয়ে আলাদা হতে। কিন্তু তিনিও আলাদা হতে চাননা। তাই আমি বাবার বাড়ি চলে এসেছি। চলে আসায় আমার শশুর বাড়ি থেকে কেউ আর আমাকে যেতে বলেনি। কিন্তু আমার স্বামী চায় আমি যেন ফিরে যাই। কিন্তু আমি আর এত অপমান সহ্য করে যেতে রাজি না। এখন আমি যদি শশুর বাড়ি না যাই তাহলে কি আমার জন্য কি এটা হালাল হবে?? আমার কি আমার শশুর শাশুড়ির সাথে থাকা বাধ্যতামূলক??