ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নামাযের শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর ভুলক্রমে দাড়িয়ে গেলে পরবর্তী রা'কাতের সিজদা দেয়ার পূর্বে স্বরণ হয়ে গেলে বৈঠকে ফিরে এসে সাহু সিজদা দিয়ে নামাযকে সম্পন্ন করতে হবে। সাহু সিজদা দেয়ার পর আবার তাশাহুদ ও দুরুদ শরীফ পড়ে সালাম ফিরাতে হবে। আর পরবর্তী রাকাতের সিজদা দিয়ে দিলে তখন আরো এক রাতাক মিলিয়ে নামাযকে সম্পন্ন করতে হবে।
আর শেষ বৈঠক না করে দাড়িয়ে গেলে তখন ঐ নামায ফাসিদ হয়ে যাবে। কেননা শেষ বৈঠক ফরয। যদি কেউ শেষ বৈঠক না করে, আরো দুই রাকাত মিলিয়ে নেয়, তাহলে শুধুমাত্র শেষ দুই রাকাত নফল হিসেবে বিবেচিত হবে।পূর্ববর্তী রাকাত সমূহ ফাসিদ বলে গণ্য হবে। মাগরিবের ফরয তিন রাকাতের বেলায়ও শেষে দুই রাকাত মিলাতে হবে।
لدر المختار: (87/2، ط: دار الفکر)
وإن قعد في الرابعة) مثلا قدر التشهد (ثم قام عاد وسلم) ولو سلم قائما صح؛ ثم الأصح أن القوم ينتظرونه، فإن عاد تبعوه (وإن سجد للخامسة سلموا) لأنه تم فرضه، إذ لم يبق عليه إلا السلام (وضم إليها سادسة) لو في العصر، وخامسة في المغرب: ورابعة في الفجر به يفتى (لتصير الركعتان له نفلا) والضم هنا آكد، ولا عهدة لو قطع، ولا بأس بإتمامه في وقت كراهة على المعتمد (وسجد للسهو)