ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
এ সম্পর্কে একটি প্রশ্নোত্তর বিশেষভাবে লক্ষণীয়,
দ্রুত বিয়ের আ'মল
একাকি ফরয নামায বা নফল নামাযের শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ শরীফ,সহ দু'আয়ে মাছুরা পড়ার পর সূরায়ে ফুরকানের ৭৪নং আয়াতও পড়তে পারেন।অনেক বুজুর্গানে কেরাম ও শায়েখগণ এ আ'মলের পরামর্শ দিয়েছেন।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ফুরকানের ৭৪নং আয়াত সম্ভলিত আ’মল, যা আমরা ইতিপূর্বে বর্ণনা করেছি। তাহাজ্জুদের নামাযে এই আমলটা করবেন। তা পুরুষ মহিলা যে কেউ করতে পারবে। হয়তো আল্লাহ আপনার দু'আকে কবুল করে নিবেন।
(১)
দ্রুত বিয়ের অনেক ফযিলত রয়েছে। এদ্বারা ঈমানের পূর্ণতা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' এর উম্মত বাড়বে।
(৩) নিয়মিত তাহাজ্জুদের নামায পড়ে দু'আ করবেন।অবশ্যই আল্লাহ ব্যবস্থা করে দিবেন।